বাংলাদেশের প্রকৃত মাথা পিচু আয় নিয়ে সরকার কিভাবে ধোকা দিচ্ছে সাধারণ মানুষদের, এমনকি শিক্ষিত মানুষকেও ধোকার শিকার হতে হচ্ছে তা না জেনে। সংক্ষেপে, আজ দেখব বিষয়টা আসলেই কি।
GNP- (Gross National product- মোট জাতীয় উৎপাদন)
GDP- ( Gross Domestic product - মোট স্বদেশী/ দেশীয় উৎপাদন)
GNP/GDP মানে - পুরো এক বছরে দেশে যত উৎপাদন, সেবাদান এবং বিদেশ থেকে আগত রেমিটেন্সের মোট টাকাকে পুরো দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে, ভাগফল যা হয় তাই হলো মানুষের প্রকৃত মাথাপিছু আয়।
এখন প্রশ্ন হলো বাংলাদেশের প্রকৃত মাথাপিছু আয় কত? এটা জানতে হলে আগেই বুঝতে হবে,,
১। উৎপাদন ব্যবস্থা
২। সেবা দান এবং
৩। কি ক্ষতি হচ্ছে
সাধারনত, সেবা বলতে জনগণের মৌলিক চাহিদা কতটুকু পুরণ হচ্ছে বা উন্নতি হচ্ছে তার একটা মূল্য।আর বর্তমান সরকার আমাদের এমন কি মান উন্নয়ন করল যাতে আমাদের মাথাপিছু আয় বেড়ে গিয়ে দৈনিক জীবনে তার ফল পাচ্ছি? সরকার আমাদের কত সেবা দিচ্ছে তা শুধু নির্বাচন দেখলে কিছুটা বুঝা যায়। অন্যদিকে, সরকারের নিজ শক্তি হারিয়ে পুলিশের উপর ভর করা, আর সচিবালয়ের মত স্থানে সংখ্যাগুরু মুসলমানদের চেয়ে সংখ্যালঘু হিন্দুদের পদ উন্নতিই দেখিয়ে দেয়, দেশে কি হচ্ছে; কার উপর সরকার নির্ভর হচ্ছে। সুতরাং এখানে মেধা ও কাজের চেয়ে ধোকাবাজি বেশি।
দেশের সকল উৎপাদন সরকার কি কখনো লিপিবন্ধ বা হিসাব করতে পেরেছে? গ্রামের মানুষের উৎপাদন কখনো হিসেব করেছে, নাকি আন্দাজে হিসাব? আমার নিজ বাড়িতে এক বছরে কত উৎপাদন হলো কই কেউ ত বাবাকে জিজ্ঞাস করেনি। তাহলে আমার বাড়ির উৎপাদনের হিসাবটা কোথায় গেল? এভাবে খুজলে কত বাবার হিসাব খুজে পাওয়া যাবে না তা সকলের অনুমেয়। প্রধানত, এখানেই সরকার ধোকার আশ্রয় নিচ্ছে; বর্তমানে সরকার শহর ও গ্রামের বাজারের হিসাবটা আগের চেয়ে বৃহৎ পরিসরে লিপিবদ্ধ করতেছে, ফলে উৎপাদনও বেশি হচ্ছে বলে মনে করা হচ্ছে; আসলেই কিন্তু দেশের জনগণ নিম্নমানেই আছে।
মধ্যম আয়ের দেশ বলে শুধু হিসাবে দাবি করলে হবে না; বাস্তবে কি আমাদের জীবন যাত্রার মান নিম্ন থেকে মধ্য অবস্থানে উন্নতি হয়েছে? আসলেই হয়নি। কোন পরিসংখ্যান যদি বন্তুনিষ্ট জরিপ না হয়, তাহলে এ পরিসংখ্যান হলো ধাপ্পাবাজি ছাড়া কিছুই নয়; যার জলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। আর আমাদের মালের দাবি মতে, আমরা( বাংলাদেশ) মধ্য আয়ের দেশে পরিনত হলুম। কই আমার ত গত পাচ বছর আগের চেয়ে এখন ত আরো খারাপ যাচ্ছে; তাহলে আমার যে মাথাপিছু ডলারের মান বাড়ল তা গেল কই?? আমার গ্রামে ত দেখি যে আগে রিক্সসা চালাত সে এখনও ত তা চলায়, তাইলে তার মধ্যম মানটা গেল কোথায়?
আমাদের সেবার মান কোথায় উন্নত হলো দেখলাম না, হলেও হতে পারে এমপি, মন্ত্রীর বাড়িতে। এ ক্ষেত্রে আমাদেরকে মধ্যম মান গুনে লাভ কি?
আর দেশে কি ক্ষতি হচ্ছে তার হিসাব কে রাখে? সরকার ত নিজের হিসাবও রাখতে পারছেনা। সুতরাং এখনো বাংলাদেশ মধ্যম আয়ের দেশ কল্পনাতে হতে পেরেছে; বাস্তবে নয়।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১