আচ্ছা আমরা পার্থিব জীবনে চোখে যে সমস্যাদি দেখি, তা শ্রমে হোক বা জ্ঞানে হোক, কোন উপায়ে তা তেমন সমাধান করতে পারি না; সমস্যা ত আমাদের জন্য সমস্যায় রয়ে যায়।আর যে বিষয়াদি আমরা কখনো দেখিনি, সেই পরকালের সমস্যাদির সমাধান যে আজকের তেতুল হুজুররা দিচ্ছে, তা কতটা আমাদের জন্য আশাব্যঞ্জক? বোধয় একটুও না।যারা সুপার কাম্পিউটার অপেক্ষা লক্ষ লক্ষ গুণ ক্ষমতা সম্পন্ন মাথার ব্রেইন নিয়া, যেখানে যায় সেখানে লাথি, হীনস্ত ও অজ্ঞতার ধিক্কার কপালে জুড়ে, তারা কি করে অপার্থিবে(মৃত্যুর পরে) আমাদের শ্রেষ্ঠ লক্ষ্য বস্তু জান্নাতের পথ দেখাবে? তবে তাদের বাহবাও কম জুড়ে না; তাদের মত কিছু অচিন্ত হীনমনাও বেশ আবেগের বাহবা দেয় তাদের; তা কোন ভাবেই বুঝে আসে না। আজকের মৌলভী সাহেবরা এত দক্ষ যে, উনাদের বিরুদ্ধে কে কি বলছে সবই জানে; এবং তার সঠিক জাবাবও দেয় খুব ভাল ভাবে। কিন্তু তাদের ফলপ্রসূ কি করতে হবে তা একটুও জানে বলে মনে হয় না।
আর উনারা মধ্যযুগীয় কাইদায় যে ফাইদা লুঠতে চাই, যা কখনো এ দেশে নয় পুরো মহাবিশ্বে একটি দেশেও পারবে কিনা সন্দেহ।একটি গনতান্ত্রিক দেশে ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, ইসলাম প্রগতির দিকে যায় কিনা এবং উনাদের মাঝে মুক্ত বুদ্ধির চর্চা করা যায় কিনা, সাথে আধুনিক জ্ঞান অবশ্যই লাগবে। বিজ্ঞানের জ্ঞান ছাড়া কখনো উন্নতির মুখ দেখবেনা। আর অতীতে যারা মানব কল্যানে অবদান রেখেগেছেন এবং মুসলিম মনীষী হিসাবে খ্যাত তারা সকলেই সেই সময়ে বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছিল; কিন্তু এখন আধুনিক জ্ঞান বা বিজ্ঞান মনস্ক পড়া-লেখা করলে নাকি গুমরা হয়ে যায়। আসলে কি তাই?
-কুড়ে বাতাস
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২