তারেক মাসুদ নির্মিত এ ছবি দেখে বেশ ভাল লেগেছে। খুব সুন্দের করে তিনি অনেক বিষয় ফুটিয়ে তুলেছেন এবং অনেক শিক্ষিত মানুষকেও মাদ্রাসা সম্পর্কে ভুল ধারণা জন্মিয়েছেন(দুঃখজনক)। তার মধ্যে আমার ভাল ও খারাপ লাগা কয়েকটি বিষয় যা এ সমাজে প্রচলিত ছিল বা আছে। নিম্নে,,,,
→পুরো ছবিটা 'হেফজ খানা' ও 'নূরানী শিক্ষা' ব্যবস্থা নিয়ে নির্মিত,যা মাদরাসার সামান্য অংশ মাত্র; পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থা নয়।
→এ প্রতিষ্ঠান গুলোতে যারা শিক্ষা দেয় তারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত ও গোড়ামীর বিশ্বাসী। আধুনিক জ্ঞান বা বিজ্ঞান মনস্ক নয় বললে চলে।[পুনশ্চ- যা ছবিতে কাজি সাহেবের পরিবার ও হেফজ খানার শিক্ষকের জিন বিষয়ক ভাবনা থেকে বুঝা যায়]
→পূর্ব পাকিস্তান,পশ্চিম পাকিস্তানের পক্ষে থাকলে আমরা ভাল( মুসলিম) থাকতাম এ ধারণাটি অনেকের।কিন্তু বাংলার স্বাধীনতার পূর্বে পাকিস্তান ভাল ছিলনা এখনও তাই। পাকিস্তানি যেমন আসল মুসলিম নয় তেমনি আমরাও। আমাদের মুসলমানিত্ত্বের মূল হচ্ছে- অন্যের( সুফি, দরবেশ) কাছ থেকে শিখে, জেনে বা বুঝে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম বা মুসলমানিত্ত্ব গ্রহন করছি।আমরা(বাঙলি, পাকি) মূলে মুসলিম ছিলাম না। আর যার মূল ঠিক নেই সেটি কি সব সময় ভাল থাকতে পারে? বা হয় কি করে? কৃত্রিম কিড়নী শরীরে আর কত কাজ করে?
ছবির খারাপ দিক
................................
→একটি দৃশ্যে দেখা গেল " নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক" এ শ্লোগান পুরো ছবিটাকে কুৎসিত করেছে বলে মনে হয়।
→ছবিটা দ্বারা মাদ্রাসা শিক্ষার চরম ক্ষতি হয়েছে। এটি দেখে পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ত্রুটি মনে হবে তা অধিকাংশ ক্ষেত্রে একেবারেই সঠিক নয়।
→আধুনিক শিক্ষার ফল হিসাবে তাতে তেমন কিছুই পায়নি।
≠ভাল ত ভালো নয়, সে কথা কি সত্য হয়?
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১