কার শহরে সকাল হয়ে আসো,
সূর্যের নীলাভ প্রখরতায় কার শরীরে উত্তাপ ছড়াও,
কোন গলিতে পথিকের ছায়া মাড়াও,
কোন দিগন্তের বাতাসে চুলের বাঁধন খুলো,
কার মাঝে উদ্ভ্রান্ত হও,
কার চায়ের পেয়ালায় এক চুমুক নিশ্বাস নাও,
যদি নাইবা হও,
তবে অপেক্ষার চিলেকোঠায় কার নিমিত্তে চাও,
কোন বিদ্রোহের কবিতা তুমি, কোন মিছিলে স্লোগান তোলো, কার ভূমির শাসক তুমি
- আমার মিছিলে আসবে কবে?
এই শূন্যতায় দাড়ি কাটবে কে?
আমার ও যে বয়স বৃদ্ধ হয়,
তোমার প্রতীক্ষায় চেয়ে।