এই শহরে তোমাকে দেওয়ার জন্য-
লাল-রঙিন কৃষ্ণচূড়া নেই ,
তবে আছে রক্তিম এক স্বাধীনতার সূর্য-
আমার কিংবা আমাদের বিজয়ের সূর্য।
যে সূর্য ধারণ করেছে আমার পূর্ব পুরুষ,
আলিঙ্গন করে বেঁচে আছে-
আমার মা, বীর বাঙালী এবং বীরপুরুষ।
গভীর ভয়াল আর্তনাদের সেই আঁধার কালো রাতের শেষে
যে সূর্য স্বাধীনতার আলো নিয়ে এলো-
সেই সূর্য আবার উদিত হউক তোমার কপলে,
আমার বিজয় হউক তোমায় স্বাধীনতা দিয়ে।
ওই একটি লাল কপল টিপ!