নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে অত্যন্ত মনোরম পরিবেশে নির্মিত হয়েছে ‘এ্যাডভেঞ্চার ল্যান্ড এমিউজমেন্ট’ পার্কে। হাতের কাছেই বিনোদনের পার্ক পেয়ে মহাখুশি আশপাশের বিনোদন প্রিয়াসী লোকজনও। উদ্বোধনের দিন থেকেই বিনোদন পিয়াসী শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ নানা বয়সী লোকজন ছুটে আসছে পার্কটিতে। গত সাত সেপ্টেম্বর এ পার্কের বিনোদনের দ্বার উন্মোচন করা হয়েছে। পার্কটি শিল্পনগরী নারায়ণগঞ্জের বিনোদন প্রিয়াসী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে। বিকেল হলেই পার্কটিতে বেড়ে যাচ্ছে বিভিন্ন বয়সী লোকজনের আনাগোনা। পার্ক নির্মাণের ফলে এখানাকার পরিবেশ পাল্টে যাচ্ছে। বদলে যাচ্ছে এখানকার মানুষের আয়ের পথও। অনেকেই পার্কটিকে ঘিরে নতুন ব্যবসা-বাণিজ্য করার পরিকল্পনাও করছেন। কেউ কেউ আবার শুরু করেছেন নানা ধরনের ব্যবসাও। সব মিলেই পার্ককে ঘিরে পঞ্চবটী এলাকাটি হয়ে উঠছে আকর্ষণীয়। পিপিপির আওতায় সিটি কর্পোরেশনের পঞ্চবটীতে ছয় দশমিক বিশ একর জায়গায় এ পার্ক নির্মাণ করা হয়েছে। এ পার্কে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের আনন্দের কমতি হবে না। সৌন্দর্য বর্ধনের জন্য লেক, ফোয়ারা, ফুলের বাগান তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের জন্য জুসবার, চায়নিজ রেস্টুরেন্ট ও রেস্টহাউস তৈরি করা হচ্ছে। মূল ফটকের সামনে গাড়ি পার্কিংয়েরও বিশাল জায়গা বরাদ্দ রাখা হয়েছে। আসছে ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এখন পরীক্ষামূলকভাবে পার্কটি উন্মুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও অত্যাধুনিক জনপ্রিয় রাইডগুলো বসানো হলে আগামী ২০১৬ সালের শেষ দিকে পার্কটির কাজ সম্পূর্ণ সমাপ্ত হবে। শুধু নারায়ণগঞ্জই নয়, ঢাকা ও এর আশপাশের জেলার মানুষও এখানে এসে ভাল বিনোদন পাবে বলে তিনি মনে করছেন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০