জেমসের গান ছাড়া বাঁচা কঠিন। তার প্রতিটি গানেই এক এক টি গল্প বলা হয়। গান শুনা মানে নিজের চোখে ভাসতে থাকে গল্প। অসাধারণ লিরিক এবং ঝিম ধরা কণ্ঠ আমাকে সবসময়ই মুগ্ধ করে। মন্নান মিয়ার তিতাস মলম,বাবা, মা, সুন্দরীতমা, একজন বিবাগী, আরও কিছুক্ষণ কি রবে বন্ধু, দেয়াল, ফুল নেবে না অশ্রু নেবে, সাদা কালো, জেল থেকে বলছি, লিখতে পারিনা, তুমি জানলে না, তাঁরায় তাঁরায়, সমাধি, গিটার কাঁদতে জানে, যে পথে পথিক নেই, তুমি যদি নদি হও, তোমাদের মাঝে কি কেউ আছে, যদি কখনও ভুল হয়ে যায়, হতে পারে শেষ দেখা, প্রিয় আকাশি, জিকির, দুরন্ত মেয়ে, দুঃখিনি দুঃখ করোনা, রাতের ট্রেন, ঝড়ের রাতে, ইচ্ছের পালক, জানালা ভরা আকাশ, হারা গাছের নুরজাহান, পদ্ম পাতার জল (কবিতা), আকাশনীলা, যতটা পথ, চির হরিত, আজিজ বোর্ডিং সবগুলো গানেই যেন সামনেই ভেসে ওঠে দৃশ্যপট গুলো। ভালোবাসার এতগুলো স্মৃতি, আমি ভুলবো কেমন করে তোমায়। আরও আছে “ও চাঁদ তুমি কেমন করে আলো দাও ঐ রাত কে, তেমনি করে আলো দিতে চাই তোমার হৃদয়ের ভূমিকে, তেমনি করেই ভালবাসতে চাই আমি তোমাকে...
আরও অনেক অনেক অনেক গান রয়েছে। বলে শেষ করা যাবে না। শেষ হবারও নয়।
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে
আলো আঁধারী ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
নিজেকে উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
নিজেকে উজাড় করা কষ্ট ঝরবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
তাঁরপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
তাঁরপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
আলো আঁধারী ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্পগুলো যেন রঙ্গিন পাখা পেল
যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্পগুলো যেন রঙ্গিন পাখা পেল
তাঁরপর পুড়ে পুড়ে একবুক ছাই নিয়ে
তাঁরপর পুড়ে পুড়ে একবুক ছাই নিয়ে
আলো আঁধারী ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সব হারা একজন আজ রাতে
আলো আঁধারী ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী.....
ডাউনলোড লিঙ্ক: Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৫