এই বছর আয়কর মেলায় প্রথমবারের মতো উপস্থিত হয়ে মেলার প্রথম দিনেই রিটার্ন জমা দেই। রিটার্ণ জমা নেবার পর টোকেন হিসেবে (জমাকৃত ফর্মেরই একটা অংশ) ধরিয়ে দিয়ে কর কর্মকর্ত বলেন,"মেলা-র মেয়াদ শেষ হবার পর সার্কেল অফিস-এ গিয়ে সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন"।
আগে এই ধরণের সমস্যায় পড়েছেন কি-না জানিনা, তবে অনেক খোজাখুজির পর সার্কেল অফিস খুজে পাই এবং মেলা হতে দেয়া রিটার্ণ সাবিমিশান এর সময় দেয়া কাগজটি দেখাই। ঐ অফিস এর কমকর্তা-কর্মচারী যৌথভাবে জানিয়ে দিয়েছেন, "রিটার্ণ সাবমিট করেছেন ভালো কথা, কিন্তু সার্টিফিকেট পেতে আপনাকে কমপক্ষে ১০০০/- (এক হাজার) টাকা দিতে হবে"।
বৈতনিক রিটার্ন হিসেবে নূন্যতম কর গুনতে হয়েছে ৫০০০/- (পাঁচ হাজার টাকা), ট্যাক্স উকিলের ২৫০০/- ফি এড়াতে মেলায় গিয়ে রিটার্ণ জমা দিয়েছি।
এখন কি ১০০০/- টাকা ঘুষ (আমাদের মাননীয় অর্থমন্ত্রীর ভাষায় স্পিডমানি) না দিয়ে ট্যাক্স সার্টিফিকেট পাবার কোনোও কি উপায় নেই ?
এইরকম সমস্যাটির আমার মত হয়তো অনেকেই মুখোমুখি হয়েছেন বা হবেন। তাই ব্লগে কেউ যদি উপযুক্ত পরামর্শ দিয়ে আমার মতো অন্যদেরও উপকারে আসেন কৃতজ্ঞ থাকবো।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০