শেখ মুজিবের রাজনৈতিক গুরু মাওলানা ভাসানি তার 'হক কথা' পত্রিকায় আওয়ামী লীগের সমালোচনা করেছিলেন। তার পরিণামে বিনা নোটিশে ‘হক কথা’ বন্ধ হয়। এরপর থেকেই মুজিবের মনের ভেতর লুকিয়ে থাকা বাকশালী চেতনা আরও প্রকাশ হতে থাকে। তা চূড়ান্ত রূপ নেয় পচাত্তরে ৪টি পত্রিকা রেখে বাকীগুলো নিষিদ্ধ করার মাধ্যমে।
মুজিবের যোগ্য কন্যা হিসেবে শেখ হাসিনা তার প্রথম মেয়াদে দৈনিক বাংলা-টাইমস, বিচিত্রসহ আরো কয়েকটি পত্রিকা বন্ধ করে দেন। এবার ক্ষমতায় এসে বন্ধ করেন চ্যানেল ওয়ান,যমুনা টিভিতে অনএয়ারে আসতে দেননি। আমার দেশ একবার এক মাস বন্ধ রেখেছিল এখনও বন্ধের পাঁয়তারা করছে। মাহমুদুর রহমানকে প্রায় ১০ মাস আটক রেখে চরম নির্যাতন করেছে। এখন আবার তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
আজকের খবরে দেখলাম মাহমুদুর রহমানের বৃদ্ধা মাকেও আসামী করা হয়েছে ! খবরটা অবাক করার মত হলেও অবাক হইনি। কারণ যে দল মাওলানা ভাসানির মত নেতার পত্রিকা বন্ধ করতে পারে সে দল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার কিংবা মাকে মামলার আসামী করতেই পারে। এমনকি তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও অবাক হবো না। কানকাটা, জনবিচ্ছিন্ন ও ফ্যাসিবাদি একটি সরকারের কাছে এগুলো কোনো ব্যাপারি নয়।
তবে হাসিনার জানা উচিত-ক্ষমতা চিরস্থায়ী নয়। তার বাবার মত জনপ্রিয় নেতাও চিরদিন ক্ষমতা থাকতে পারেননি কিংবা মিডিয়ার দলন অব্যাহত রাখতে পারেননি। তাই নববর্ষের এ দিনে প্রার্থনা- হাসিনার শুভবুদ্ধির উদয় হোক।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭