স্নিগ্ধ ছায়ায় আমি প্রবেশ করি বৃক্ষের তেতরে
পান করি নির্মল নিশ্বাস বৃক্ষের প্রাণরসে,
দেহের তেতরে, বৃক্ষের মাঝে— না,
আপাদমস্তকে প্রসারিত তার শাখা নিম্নগামী-ঊর্ধ্বগামী তরুলতা
বৃক্ষ তুমি,
প্রাণ তুমি,
তুমি এক দীর্ঘ কবিতা— শিশুদের মায়ামাখা হাসি
আর আমি এক মূর্খ মানব কেবল'ই প্রতিফলিত চোখে
তোমায় দেখি:
জল ছুঁয়ে হেঁটে যাওয়া রাতে,ফাল্গুন সমীরে,ভেজা শরীর
ফুল ও জলে,সমুদ্র সঙ্গীতে বুনো উম্মাদনায়...
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯