বৃক্ষ জানে না প্রেম, এ যুগের প্রজনন কৌশল
কারণ, অজাচারী নয় কোনো বৃক্ষের অন্তর-
পরস্বহরণকারী পরাশক্তি, প্রযুক্তির বাহুবল
বৃক্ষের অনায়ত্ত মানবীয় যন্তর-মন্তর।
মায়ের জঠর নয়, নিষ্প্রাণ পরীক্ষা টিউব
জন্ম দেয় যুগশিশু; যান্ত্রিক অস্তিত্বের বিষে
স্বপ্নের বিক্রিয়ায় গড়ে উঠে শৈশব; খুব
শাখামৃগ নৃত্য হয় আপন লাঙ্গুল ধরে সৃষ্টির হরিষে।
ম্লান হয়ে যায় দিন, ধীরোদাত্ত বৃক্ষের আবেগ-
সবুজ আত্মার কাছে পৌছে যায় এক ইশতিহার:
সূর্যকে আড়াল ক'রে দুর্দিনের নিরঙ্কুশ মেঘ
উপগত হবে ঋতুমতী ক্লান্ত মৃত্তিকার।
কোরাস-
মানব-প্রকৃতি থেকে মুছে গেলে পুরাতনী বৃক্ষ স্বভাব,
বিকল্প সত্যের পথ- নিপাতনে হবে সিদ্ধিলাভ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮