না - পুলিশ জনগণের সেবক কিংবা দেশমাতার নির্ভীক সৈনিক - কোনোটাই না ! পুলিশ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত, রাজনীতিনির্ভর পদলেহনকারী !
বিভিন্ন রূপে পুলিশ :
১. ঘুষখোর : পুলিশ- শব্দটা মনে হলেই চোখে ভেসে ওঠে থানার ভূঁড়িওয়ালা, হাস্যজ্জ্বল ওসি সাহেবের ছবি। যিনি মুরগি ছাড়া ভাত খেতে পারেন না। বড় বড় পদ্মার ইলিশ ছাড়া তার এবং তার স্ত্রীর পেটের ভাত হজম হয় না। তার প্রধান কাজ চেয়ারে বসে থাকা এবং ওয়াকি টকিতে 'হ্যাঁ, হুঁ' করা, জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে পা গুটিয়ে বসে থাকা এবং টেবিলের নিচ থেকে মোটা অংকের টাকা খাওয়া ! মানুষের বদ্ধমূল ধারণা - পুলিশমাত্রই ঘুষখোর, যেকোনো পুলিশ হোক সে এসপি, ওসি, দারোগা, ট্রাফিক পুলিশ। ঘুষের কারণে পুলিশ সর্বস্বান্ত করে দিচ্ছে নিরীহ মানুষদের জীবন ! ধিক্কার তোমাকে পুলিশ !
২. ধর্ষক : 'পুলিশ' এবং 'ধর্ষণ' - শব্দ দুটো যেন একই মাতার সহজাত সন্তান ! পুলিশ বাহিনী ধর্ষণে বেশ পটু ! তারা অবলীলায় ধর্ষণ করতে পারে কারো মা-বোন, আট বছরের শিশু কন্যা, থানা হেফাজতে রাখা মহিলাদের ! খাকি কিংবা নীল পোশাক পরে পুলিশ ধর্ষণযজ্ঞে মেতে ওঠে, আগুনে ঝলসে দেয়া হোক সেই পোশাক ! আমি এমনও বলতে শুনেছি , পুলিশের আবার পোশাক কি ? হেরা তো সারাজীবন-ই ল্যাংটা ! অনেক নির্মম ধর্ষণ ঘটনা পুলিশ ঘটিয়েছে ! ঘরে স্ত্রী রেখে পুলিশ ধর্ষণ করে অন্য নারীদের ! কী জঘন্য পুলিশ ! ধিক্কার ধর্ষক পুলিশদের...
৩. সাংবাদিক পেটানো : পুলিশ আবার সাংবাদিক পেটানোতে ভীষণ পারদর্শী ... তার প্রমাণ উপরের ছবিটা। ঘটনা সবারই জানা আছে। বাবার বয়সী একজন সাংবাদিককে দম্ভের সাথে পেটাচ্ছে ছেলের বয়সী বদমাশ পুলিশ ! শুধু সাংবাদিক-ই না, শ্যুটার দের ও পিটায় পুলিশ ! দেশবরেণ্য শ্যুটার আসিফ-কে পর্যন্ত পুলিশ পিটিয়েছিলো ... তুচ্ছ কারণে ! ধিক্কার তোমাকে পুলিশ...
৪. তথাকথিত এনকাউন্টার : রুবেল হত্যার কথা মনে আছে নিশ্চয় সবার ? অনেক বছর আগে রুবেল নামের এক নিষ্পাপ যুবককে ইলেকট্রিক খাম্বার সাথে ঠুকে ঠুকে হত্যা করেছিলো নির্মম পুলিশ বাহিনী ! ঘটনা জানাজানি হয়ে যাবার পর সারা দেশে বিক্ষোভ শুরু হয়... কই, কোনো লাভ তো হলো না। এমন অনেক রুবেলের প্রাণ নিয়েছে ঘাতক পুলিশ। এদের বোধোদয় হবে কবে ?
৫. মামলা ডিসমিস : ইদানীং পুলিশ মামলা নিতে অপারগ। তারা সুবোধ বালকের মতো মামলা গ্রহণ করতে নারাজ ! সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটির কতিপয় বখাটের হাতে নৃশংসভাবে আহত হাসান এর কেস পুলিশ নিতে চায়নি ! কেন ? কারা পুলিশের মদদদাতা ? পুলিশ-ই বা কাদের মদদদাতা ?
৬. অপরাধ প্রশ্রয়দাতা : পুলিশ অপরাধকে প্রশ্রয় দিচ্ছে... সবচেয়ে বেশি ! অনেক ভয়াবহ সন্ত্রাসীর মামলা ডিসমিস হয়ে যায় পুলিশের ঘুষ-খাওয়ার কারণে ! এক-দুই লাখ টাকা হাতে ধরিয়ে দিলেই ফাঁসির আসামিও খালাস পাবে ইনশাল্লাহ !
আমাদের প্রশ্ন , আইজিপি নূর মোহাম্মদের কাছে, আপনার 'জনগণের সেবক' পুলিশ বাহিনী কবে প্রকৃত বন্ধু হবে ?
আইজিপি নূর মোহাম্মদ এই প্রশ্নে হাসবেন। তাঁর সুন্দর চেহারা কিছুক্ষণের মধ্যে ফর্সা হয়ে যাবে ক্যামেরার ফ্ল্যাশে। তিনি খানিকক্ষণ সময় নিয়ে বলবেন - এই তো ! কিছুদিনের মধ্যেই ... অপেক্ষা করুন । আমরা সব ব্যবস্থা নিয়ে নিয়েছি ... আরে ! পুলিশের ব্যাপারটাও তো চিন্তা করতে হবে...
তাহলে সাধারণ মানুষ, অপরাধীর অপরাধে জর্জরিত মানুষ এর ব্যাপার চিন্তা করবে কে ?
পুলিশ নৃশংসবাহিনী ছিলো, থাকবে আজীবন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৮ দুপুর ২:১৯