মানুষের চলার গতিপথ টা ঠিক কেমন যেন।
অসহায়ত্তের শিকার অনেক আদম-আদমি সল্প পথ অতিক্রমে ক্ষান্ত হয়ে আশার ভেলা অথৈ জলে ভাসিয়ে দেন,হয়ে পড়েন শ্রান্ত,হয়তো মানসিক ভাবে অসুস্থ হতে সময় গণনা করতে হয় না।
বাস্তবিক নিয়মে সিড়ি ভেঙ্গে উপরে ওঠা কষ্টসাধ্য যেমনি ঠিক,সেই সিড়ি দিয়ে নামানো টাও অবাস্তবিকের উর্ধ্বে নয়।
আমরা কি জাতি হিসেবে অভিস্পত নাকি অন্য কিছুর জন্যে আমাদের এই পরিনতি .মানসিক ভাবে শক্ত সবাই আজ অগ্রগতিতে বিশ্বাসী্,সেখানে আমরা ঘরের মধ্যে বসে থাকা কূনুব্যাং.
না্ আসলে আমি কবি নজরুল হতে কথা গুলো লিখিনি,লিখেছি মনের মনিকোঠার জমানো কষ্ট থেকে।কষ্টটা বোধহয় কষ্টই থেকে যাবে।