ছাত্রলীগ এক বিষফোঁড়ার নাম। যেকোন জংগি সংগঠন দ্বারা যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ ছাত্রলীগের দ্বারা গত ১৫ বছরে নির্যাতিত, লাঞ্চিত সহ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই ক্ষতিগ্রস্থের, লাঞ্চিতের তালিকায় আজ থেকে আমিও একজন।
তখন বিকেল ৫ টা বাজবে বাজবে করছে। নীলক্ষেতে থেকে বই কিনে ভাবলাম TSC তে যেয়ে এককাপ চা খেয়ে, কিছুক্ষন আড্ডা দিয়ে সন্ধ্যের দিকে বাসায় ফিরব।
বাইকে যাচ্ছি। ঠিক ভিসি চত্তরের কড়ই গাছের নিচে আমার পেছনে থাকা একটা প্রাইভেট কার একটা রিকশাকে ধাক্কা দেয়। আমি ছিলাম বাইকে। বাইকটা রাস্তার পাশে দাড় করিয়ে। আমি কারের ছবি নেই কয়েকটা। ততক্ষনে আশেপাশের ছেলেরা গাড়ি ভাংচুর শুরু করে।
প্রাইভেট কারের মালিক ও মালিকের ছেলেকে বেদম মারপিট করে।
হঠাৎ করের ভিড়ের মধ্যে থেকে এক ছেলে এসে আমার কলার ধরে আমাকে আঘাত করতে করতে বলে "ছবি তুললি কেন, তোদের জন্য ছাত্রলীগের বদনাম হয়"।
আমার কপাল ফেটে যায়, রক্তাক্ত হই। আমার স্ত্রী আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এলে তাকে হতে হয় লাঞ্চিত।
পরবর্তীতে পুলিশের সহোযোগিতায় বেঁচে যাই। মোবাইল টিম প্রক্টর এর কাছে অভিযোগ জানাতে বলে, জানাই। সিসি টিভি দেখে আইডেন্টিটিফাই করার প্রতিশ্রুতি জানায়। জানি এটা শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকবে।
শাহবাগ থানায় মামলা করতে যেয়েও শুধু ঘুরিয়েছে ডিউটি অফিসার। মামলা করতে পারি নাই।
অপরাধ করা অপরাধ নয়, অপরাদের ছবি তোলাই কি আমার অপরাধ? আমি কি কোন প্রতিকার পাবো না? একটা মানুষ ও কি এগিয়ে আসবে না?
কবে মুক্তি আসবে এই ছাত্রলীগ নামক সরকার দলিয় জংগি সংগঠনের হাত থেকে?