স্কুল বা কলেজ, বাসা থেকে দূরুত্ব খুব একটা বেশি ছিল না৷ হেটে গেলে ৫ থেকে ৭ মিনিট৷ তাও সাইকেল চালিয়ে যেতাম৷ ভাল লাগত৷
প্রাইমারিতে আদব-কায়দার ও প্রাথমিক শিক্ষা হলেও মাধ্যমিক স্কুলে প্রবেশের পরই পরবর্তী জীবনে চলার জন্য প্রয়োজনীয় আদব-কায়দার শিক্ষা দিয়েছিলেন আমার সম্মানিত শিক্ষকগণ৷
মনে পরে, বাসা থেকে সাইকেল নিয়ে যে পথ ধরে স্কুলে যেতাম সেই পথ ধরেই ৪-৫ জন শিক্ষক পায়ে হেটে স্কুলে যেতেন৷ প্রায় প্রতিদিনই কেউ না কেউ সামনে পরতেনই৷
তখন সবেমাত্র ক্লাশ সিক্সে উঠেছি৷ একটা সাইকেল কিনে দিয়েছিল তখন, নীল সাইকেল ৷ সেটা নিয়েই স্কুলে যাচ্ছিলাম৷ রাস্তায় আমার এক শিক্ষক এর সাথে দেখা হয় আমি সাইকেল এর ওপর থেকেই আদাব দিয়ে চলে যাই৷ শিক্ষক কে সাইকেল এর ওপর থেকে বা পেছন থেকে সম্ভাষণ জানানোটা যে বেয়াদবি তখন সেটা বোঝার বয়স হয়েছিল না ঠিকি কিন্তু সেটা শিক্ষার উত্তম বয়স ছিল সেটাই৷
সেই স্যার কোন এক ফাকে আমাকে কাছে ডেকে মাথায় আর পিঠে হাত বুলোতে বুলোতে বিষয় টা বুঝিয়ে দিয়েছিলেন৷ কি করা উচিত শিখেয়ে দিয়েছিল৷ এর পর প্রায় ৭ বছর সাইকেল ব্যাবহার করেছি একবারের জন্যও ভুল হয় নি শিক্ষককে দেখা মাত্র সাইকেল থেকে নেমে সালাম/আদাব দিতে৷ অথবা পেছন থেকে যাওয়ার সময় নেমে তার অনুমতি নিয়ে সামনে যেতে৷
প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ হবার পর বুঝি, কেন তারা মানুষ গড়ার কারিগর, কেন হাত পা নিয়ে জন্মালেই মানুষ বলা যায় না৷
শ্রদ্ধা আমার সেই সকল শিক্ষাগুরুদের যাদের প্রতিটা বেতের তিক্ত আঘাতই আমাকে অমানুষ হতে দেয় নি৷
স্কুল বা কলেজ, বাসা থেকে দূরুত্ব খুব একটা বেশি ছিল না৷ হেটে গেলে ৫ থেকে ৭ মিনিট৷ তাও সাইকেল চালিয়ে যেতাম৷ ভাল লাগত৷
প্রাইমারিতে আদব-কায়দার ও প্রাথমিক শিক্ষা হলেও মাধ্যমিক স্কুলে প্রবেশের পরই পরবর্তী জীবনে চলার জন্য প্রয়োজনীয় আদব-কায়দার শিক্ষা দিয়েছিলেন আমার সম্মানিত শিক্ষকগণ৷
মনে পরে, বাসা থেকে সাইকেল নিয়ে যে পথ ধরে স্কুলে যেতাম সেই পথ ধরেই ৪-৫ জন শিক্ষক পায়ে হেটে স্কুলে যেতেন৷ প্রায় প্রতিদিনই কেউ না কেউ সামনে পরতেনই৷
তখন সবেমাত্র ক্লাশ সিক্সে উঠেছি৷ একটা সাইকেল কিনে দিয়েছিল তখন, নীল সাইকেল ৷ সেটা নিয়েই স্কুলে যাচ্ছিলাম৷ রাস্তায় আমার এক শিক্ষক এর সাথে দেখা হয় আমি সাইকেল এর ওপর থেকেই আদাব দিয়ে চলে যাই৷ শিক্ষক কে সাইকেল এর ওপর থেকে বা পেছন থেকে সম্ভাষণ জানানোটা যে বেয়াদবি তখন সেটা বোঝার বয়স হয়েছিল না ঠিকি কিন্তু সেটা শিক্ষার উত্তম বয়স ছিল সেটাই৷
সেই স্যার কোন এক ফাকে আমাকে কাছে ডেকে মাথায় আর পিঠে হাত বুলোতে বুলোতে বিষয় টা বুঝিয়ে দিয়েছিলেন৷ কি করা উচিত শিখেয়ে দিয়েছিল৷ এর পর প্রায় ৭ বছর সাইকেল ব্যাবহার করেছি একবারের জন্যও ভুল হয় নি শিক্ষককে দেখা মাত্র সাইকেল থেকে নেমে সালাম/আদাব দিতে৷ অথবা পেছন থেকে যাওয়ার সময় নেমে তার অনুমতি নিয়ে সামনে যেতে৷
প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ হবার পর বুঝি, কেন তারা মানুষ গড়ার কারিগর, কেন হাত পা নিয়ে জন্মালেই মানুষ বলা যায় না৷
শ্রদ্ধা আমার সেই সকল শিক্ষাগুরুদের যাদের প্রতিটা বেতের তিক্ত আঘাতই আমাকে অমানুষ হতে দেয় নি৷