প্রত্যেকটা বেসরকারি মোবাইল অপারেটর গুলোর একটা খাত আছে, যাকে বলে, Corporate Social Responsibility (C.S.R)
যে কোন সামাজিক কাজ অথবা উন্নয়নের জন্য কোম্পানি গুলো এই খাত থেকে অর্থ ব্যয় করে। যেমন কিছু দিন আগে গ্রামীণফোন SOS international school রিউনিয়নের জন্য লাখ টাকার স্পন্সর হয়।আবার রবি দিল স্কলারশিপ । আল হামদু লিল্লাহ
তাদের লাভ?
জী ভাই, তাদের লাভ ওইখানে - কোমপানির একটা চরম প্রচার হয়ে গেলো ।
শুধু কি তাই? এইবার এইখাতের ব্যয়কৃত অর্থ বিয়োগ যাবে ঐ কোম্পানির বার্ষিক রাজস্ব থেকে । টাকা চলে আসল আবার কোম্পানির পকেটে ।
এ তো সোনায় সহাগা, বিনা টাকায় বিজ্ঞাপন হয়ে গেল
তারা এইজাতীয় কনসার্ট/স্কলারশিপ মত করেই আগিয়ে আসুক সাভারের আজকের দুর্দিনে।
আশা করি টেলিভিশনের রঙ্গ লিলা থেকে কোন অংশে কম বিজ্ঞাপন হবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪