গ্রামে একটা চোর ধরা পড়লো- গ্রামের সকল
গন্য মান্য ব্যক্তিদের ডাকা হলো চোরের
বিচারকরার জন্য|
দেশে যদি ইসলামের আইন থাকত তাহলে তার
হাত কাঁটা হতো- কিন্তু যেহেতু
দেশে ইসলামী আইন চালু নেই তাই চোরের জন্য
শাস্তি নির্ধারন করা হলো- হয়
চোরকে ১০০টা জুতার
বারি খেতে হবে নাহলে একশোটা পেয়াজ
খেতে হবে|
তখন চোরটা বলল-
"জনাব জুতা মারলে আমাকে লাগবে,
আপনারা আমাকে পেয়াজ দেন- আমি পেয়াজ
খাব|"
তখন চোরটিকে ১০০টা পেয়াজ দেওয়া হলো|
চোরটা সেখান থেকে ১টা পেয়াজ
নিয়ে অর্ধেক খেয়ে বলল-
"আগে যদি জানতাম পেয়াজে এত ঝাঁঝ
তাহলে জুতার বারি বেছে নিতাম। জনাব
আমাকে জুতার বারি দেন, আমি পেয়াজ
খাবো না|"
তারপর চোরটিকে জুতার বাড়ি দেওয়া শুরু
করল! কিন্তু ওমা একটা জুতার বারি খেয়েই
চোরটা বলল-
"না না জুতার বারি অনেক ব্যাথা,
আমি পেয়াজই খাবো । আমাকে পেয়াজ দেন|"
তখন চোরটিকে আবারও পেয়াজ দেওয়া হলো!
পেয়াজ খেয়ে চোরটা বলল-
"না না আমাকে জুতার বারিই দেন
আমি পেয়াজ খাবো না!
¤এরকম করতে করতে চোরটা ১০০টা জুতার
বারিও খেলো ১০০টা পেয়াজও শেষ
করে ফেললো|
আমাদের বাংগালীরও হয়েছে একি দশা|
না জানি বাংগালী জাতির পূর্ব
পুরুষেরা কি পাপ করেছিলো- যার শাস্তি স্বরুপ
আমরা একবার হাছিনাকে ক্ষমতায় এনে জুতার
বারি খাচ্ছি; আর একবার
খালেদাকে এনে পেয়াজ খেয়ে যাচ্ছি|
কবে যে আমাদের পাপ মোচন হবে কে জানে-