সেইফ হওয়ার পর আমার প্রথম পোষ্ট, আপত্তিকর কিছু লিখে ফেললে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজ বাংলাদেশ-পাকিস্থানের ২য় টেষ্ট ঢাকায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটু ভিন্ন প্রশঙ্গে আসা যাক। গতকাল থেকে আজ পর্যন্ত টিভিতে বিজয় দিবস বেড়াতে আসা বিভিন্ন আমজনতা, সুশীল ও বুদ্ধিজীবী অনেকের সাক্ষাতকার দেখলাম। একটা কথা অনেকের মুখে শুনলাম তা হলো বিজয়ের ৪০ বছরে আমাদের অপ্রাপ্তির সাথে নাকি অনেক অনেক প্রাপ্তিও আছে। আমি প্রাপ্তি গুলো কি কি তা কারো কাছ থেকে স্পষ্ট করে জানতে পারলাম না।
বাংলাদেশ ১০ বছরেরও অধিক কাল যাবৎ টেষ্ট ক্রিকেট খেলছে। আজ ১১ বছর পরে যদি টেষ্ট ক্রিকেটে প্রাপ্তির কি সে প্রশ্ন আসে তবে তা ৪০ বছরে বাংলাদেশের প্রাপ্তির সাথে মিলে যাবে। ইনিংস ও ২০০ রানের পরাজয়েও যারা ব্যক্তিগত ১টা ফিফটি ও ৩/৪টা উইকেট প্রাপ্তিকে অনেক বড় করে দেখে তাদের বলার কিছু নাই। আমি বলব মনটা বড় করার জন্য। ১০ বছরের অভিজ্ঞ একটা দল যদি প্রতিনিয়তই বিশাল বিশাল ব্যবধানে পরাজয়ের পর কনা পরিমান প্রাপ্তি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে তাহলে তারা তো ৪০ বছরের অর্জন নিয়া কথা বলবেই।
বেশী দূর যেতে হবে না, এশিয়ার বেশ কিছু দেশ যারা ৮০-র দশকেও আমাদের থেকে খারাপ অবস্থায় ছিল আজ তারা কোথায় আর আমরা কোথায়।
আজ দেখেন অলরেডি ৩টা উইকেট পড়ে গেল, কি শিক্ষা নিল গত ম্যাচ থেকে??
আসলে মেজাজ ঠিক রাখতে পারি না........................