সামু ব্লগের অনেক কিছুই আমার ভালো লাগেনা কিন্তু আমারব্লগ আর বিডি নিউজ যেভাবে সামুর পিছে কেন লেগেছে টা আমি বুঝতে পারতেছিনা । সামু পুরাটা ওপেন প্লাটফর্ম না হলেও বাংলাদেশে থাকা সব ব্লগের মাঝে সামুতেই সবচেয়ে বেশি মতাদর্শের লোক আসে। বিভিন্ন রুচির ব্লগারদের দিক থেকে সামুর মত আরও একটা ব্লগ বাংলাদেশে আছে বলে আমার মনে হয়না। সেই হিসাবে সামুতে সবাই মতপ্রকাশের সুযোগ পায় এবং অনেক ছাগু সেই সুজগ টাই নিচ্ছে। আমারব্লগে দেখলাম আইজুদ্দি ছাগুদের করা দুইটা পোস্টের লিঙ্ক দিয়ে সামুর অবস্থা বুজানোর চেষ্টা করতেছে। বেচারা যে এত কানা আমার জানা ছিলোনা। স্টিকি পোষ্টটা এবং নির্বাচিত পোস্ট গুলা তাঁর নজরে পড়ল না। সেই সাথে ছাগুদের দেয়া পোস্টে কি পরিমান যে গদাম খায় ছাগুরা সেই নজর তার পড়ল না। ব্যাড আইস আর কাকে বলে? সেই সাথে যে লোকটা সামুর বিষয় বিডি নিউজের নিউজ লিখল তারে আমার সরকারী কর্মচারীদের মতই কর্মঠ মনে হয়। ব্লগে এসে দুইতা ছাগুর পোস্ট দেখে রিপোর্ট লিখে ফেলছে। কিন্ত ছাগুদের গদাম দেয়া কমেন্ট,পোস্ট তাঁর নজরে পড়ল না। এমনকি এতো বড় একটা স্টিকি পোস্টও তাঁর নজর এড়িয়ে গেলো। তাঁর জন্য কষ্ট হচ্ছে। মনে হয় ছোট বেলায় ভিটামিন এ খায়নাই। সামুর একটা পোস্টের ক্ষমতা বিশাল। প্রমান স্বরূপ বলতে পারি জাতির নানার স্টিকি পোস্ট, বা অপূর্ণ ব্লগারের ধর্ষণ নিয়ে করা স্টিকি পোস্ট যেগুলা সামুর থ্রু তেই মিডিয়াতে আসছিল।
নিজে কিছু করতে না পারলেও নিজের নাক কেটে অন্যর যাত্রা ভঙ্গ করার স্বভাব বাঙালির আর গেলো না।
সামুর মডু কম থাকলে আমারে মডূ করতে পারেন। রাতে না পারি দিনে ছাগু পোস্ট দেখা মাত্রই ব্যান আমি দায়িত্ব সহকারে দিতে পারবো।