বাংলার বিলাই দিয়ে এখনো মনে হয় গুগল +, গুগল ম্যাপ, গুগল প্লে এ ছাড়াও আর গুগলের বেশির ভাগ সার্ভিস ইউজ করা যাচ্ছে না। মাসে ১৪০০+ টাকা দিয়েও যদি এরকম হয়ে তাহলে মন মেজাজ আসলেই বিশাল খারাপ থাকে। আমার গত ৫-৬ দিন কোনও প্রবলেম হয় নাই তাই আমি ভাবছি প্রবলেম সল্ভড। কিন্তু একটু আগে এক ব্লগারের পোষ্ট দেখে জানলাম প্রবলেম এখনও আছে এবং তাদের ফেসবুকে ফ্যান পেজেও দেখলাম একজন কমপ্লেইন করছে।একটা সমধান দেই দেখেন কাজে লাগে কিনা।
প্রথমে এই ছবির মত এই আইকনে ক্লিক করুন। এটা পাবেন মনিটরের ডান পাশে একদম কোনায়।
তারপর
Open network and sharing center
তারপর
Change adapter setting
তারপর Local Area Connection
ক্লিক করে Properties এ ক্লিক করুন। তারপর
Internet protocol Version 4 (TCP/IPv4) এখানে ক্লিক করুন। তারপর নিচের ছবির মত সেতিংস সেট করুন।
preferred DNS Server: 4.2.2.8
Alternate DNs Server: 4.2.2.5
কেয়ারে ফোন করে লাভ নাই।। খালি টাকা নষ্ট হবে আর কিছু না, এখানে preferred DNS Server: 4.2.2.8
Alternate DNs Server: 4.2.2.5
(এখানে preferred DNS Server: 4.2.2.8
Alternate DNs Server: 4.2.2.5 সেট করার ইনফো টা দিয়েছিল আল্পেনকর্পস ব্লগার।তাকে ধন্যবাদ।)
এটাও ট্রাই করতে পারেন।
preferred DNS Server: 202.27.184.3
Alternate DNs Server: 202.27.184.5 (এটা একজন কমেন্ট করে টিটিতে দিয়েছে।
সেট করার পর আমার প্রবলেম সল্ভড হয়,। যদিও আমাকে কেয়ার থেক বলা হইছিল
preferred DNS Server: 8.8.8.8
Alternate DNs Server: 8.8.4.4
এটা।
আমি দুইতাই দিলাম। যার যেটা কাজে লাগে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪১