সন্ধ্যা নামতেই কজন নেমে পড়লাম রাস্তায়
চলে গেলাম অনেক প্রতিকূলে এখনো বেচে থাকা নদীর তীরে
রূপালী চাঁদ আলোকিত করে দিলো পুরো প্রান্তর
জ্যোৎস্নার নির্মল আলোয় আলোকিত সমগ্র প্রকৃতি
সব আছে শুধু অভাব একটি জায়গায়, শুধু তুমি পাশে নেই।
জ্যোৎস্নার আলোয় চড়ে বসলাম ছোট্ট নৌকায়
শুয়ে পড়লাম নৌকোর পাটাতনে
গুনে চললাম অসংখ্য তারার মেলা
নির্মল বাতাসে জুড়িয়ে যাচ্ছিল সমগ্র স্বত্বা
সব পেলাম শুধু তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকার প্রশান্তি পেলাম না।
গলা ছেড়ে গান ধরলাম
আবেগের অশ্রুরা চোখের কোণে জমা হলো নিঃসংকোচে
মনের জানালায় শুধু তোমার মায়াবী মুখখানি
স্বপ্নরা চারিদিকে করছিলো উড়োউড়ি
সব ছিলো শুধু তোমার অবিনস্ত উড়ো চুল আমার ললাট জড়ালো না।
সব ছিলো শুধু তুমি বসে আমার কাধে মাথা রাখলে না
সব ছিলো শুধু তুমি মায়াবী কন্ঠে গান ধরলে না
সব ছিলো শুধু তোমার হাতের ফাঁকে হাত ঢুকিয়ে বসে থাকা হলো না
সবই ছিলো শুধু তোমার হাতে আমার চুলে বিলি কেটে দিলে না
হ্যাঁ সবই ............... শুধু আমার পাশে তুমি ছিলো না।