তুমি নেই বলে
আজ তুমি নেই বলে
মনের কথাগুলো পত্রাকারে প্রকাশ হয় না
আজ তুমি নেই বলে
লাল খামে ঢোকানো হয়না চিঠি গুলো
ফাগুন এসে আগুন ছুয়ে চলে যায় আমার হৃদয়
শুধু তুমি নেই বলে
কৃষ্ণচূড়ার আবির আমার হৃদয় রাঙায় না
গোধূলীবেলার শাঁখ পুলকিত করে না
পদ্মফুলের ফাঁকে ব্যাঙের লুকোচুরি আর ভাবিয়ে তোলে না
শুধু, তুমি নেই বলে
ভরা পুর্ণিমাও আমার কাছে চন্দ্রভূক অমানিশা
তুমি নেই বলে,
নিকোটিনের বাজারে প্রত্যাহ সওদা করি
বুদ হয়ে পরে থাকি আমি নেশায়
যে নেশা তোমাকে ভুলিয়ে ব্যাস্ত করে রাখে আমায়,
আমার সারাটাদিন।
কিন্তু দিন শেষে আমি আবারও একা,
শুধু তুমি নেই বলে;
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:২৮