দুঃখিত তনু
আমি পারিনি
বিচার আদায় করতে
পারিনি ভেঙে দিতে ঐ হায়েনার নখ
আমিও রক্তাত্ব হয়েছি
আমার চোখ দিয়ে সেদিন
কান্না বের হয় নি
বের হয়েছে খুন, তাজা খুন।
জ্বলছিলাম আমি,
ছটফট করছিলাম
ততটা যতটা তুই করেছিলি।
তবুও পারিনি রে
পারিনি বিচার আদায় করতে
পারিনি কোন গনমাধ্যমে
তোকে হেডিং করতে,
তনু হত্যার বিচার চাই, বিচার চাই
বলে কাউকে চিৎকার করতে শুনিনি
বরং শুনেছি, তাসকিন কে দলে নাও
বলে চিৎকার করতে,।
তোর কারনে কাউকে আফসোস করতে শুনিনি
বরং শুনেছি,
ইশ ২ রানে হেরে গেলাম, ম্যাশ টা যদি একটু ভাল খেলত।
কেউ তোকে নিয়ে ভাবেনা, জানিস।
কেউ নয়,
শুধু তোর কয়েকটা ভাই
আহাজারি করে কাদঁছে দিনরাত,
কয়েকজনের কান্না আর কতদুর পৌছবে বল
অন্তত তাদের কান পর্যন্ত নয়
যারা ক্ষমতার অপব্যাবহার করছে,
নিরাপদ স্থানকে অনিরাপদ করছে,।
কি বলব রে, মায়ের কোলে সন্তান নিরাপদ নয়
গর্ভে ও নয়।
আজ যদি আমি কোন মেজরের মেয়েকে দেখে শিষ মারি
ওরা আমাকে পিটিয়ে মারবে,
আমার কি ইচ্ছে করে না ওদের রক্ত পান করতে,
তুই ভাবিস না মনা,
ঘুমা
আমরা, তোর ভাইয়েরা আছি
চেষ্টা করে যাব শেষ রক্তবিন্দু দিয়ে
চেষ্টা করব তোদের রক্ষা করতে।
এটাই গনতন্ত্র, যেটা জনগনের জন্য নয়
মুষ্টিমেয় কিছু কুকুরের জন্য।
লাথি মারতে ইচ্ছে হয় সে কুকুর দের।
হে গনতন্ত্র,
তুমি যদি তনু হত্যার বিচার দিতে না পার
আমি, আমি তোমাকে ধর্ষন করব।
আর তারপর ফেলে দিব কোন
পতিতালয়ের পাশের ড্রেনে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:১৪