কুয়াশাছন্ন জোৎস্না রাতে
তুমি কে রমনী?
নদীর ঘাটে
মলিন দেহে
জীর্ন বস্ত্র,শীর্ন গাত্র তোমার
থাকি থাকি ওঠ শিহরি কাঁপিয়া,
মাঘের রাতে শুন্য এ পাতার ।
কে তুমি, হেথা কেন?
কেন এ একলা রাতে?
কেউ কি আসিয়া ফিরিবে
তোমারে লইয়া তাহার সাথে?
নিশ্চুপ কেন??
কথা বল,
বল ভাংগিয়া মোরে,
বহিতে চাই , দুখঃ তোমার
আমার নিজের ঘারে।
ফুকারি উঠিয়া কহিল রমনী
নই তো আমি কারো ঘরনী ঘর হারা, আমি ঘুরি দ্বারে দ্বারে
সবাই আমারে দেয় তারায়ে
জিজ্ঞাসে মোরে
কোন জাত তুমি?
কোন ধর্ম সংসারে?
কিভাবে বুঝাই তাদের আমি
এ সবের চেয়ে মানুষত্ব দামি,
নাইবা মোর মাতা পিতা
তাই বলে কী জন্ম বৃথা?
তাই বলে আমি লাথি খাই
আর ঘুরি সব দ্বারে দ্বারে ,
আশ্রয় চেয়ে ব্যার্থ আমি ,
আজ এ সংসারে।
বিধাতা জানতে চাই,
আশ্রয় যদি না ই দেবে তবে
পাঠালে কেন ধরায়?
বল কী দোষ ছিল আমার?
কেন আসিনি রানীর পেটে?
আজ কেন এ ব্যাথার ভার?
কেন আজ এ মাঘের রাতে?
শীতের চোটে হার সহ কাঁপে,
জীর্ন পোশাক আমার।
বল, কে নেবে? কে নেবে?
আপনি যাচিয়া আমার এ ব্যাথার ভার।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫