আমি এখনও তোমার জন্যেই লিখি,
জানি শোনার পর একমুটো বিষবাষ্প ছুড়ে দিবে
যা কখনও করনি তা আজ নতুন করে করবে!!
সত্যিকার অর্থেও তুমি তা পারবে না ।
যাকে তুমি বিশ্বাস করনি কখনও--
যার সাথে তৈরি করেছ মিথ্যার পাহাড়
এমনকি সম্পর্কটাও মিথ্যার উপর
আজ নতুন করে কি করতে পারও?
এসব লেখা, ভাবনা-অনুভূতির কোন মূল্য নেই
তারপরও থেমে নেই আমার জীবনের ভাবনা
শুধু একটা মানুষকে ঘিরে বেচেঁ থাকা
একটা স্বপ্ন যার ডালপালা নেই--
নেই শিকড় কিংবা উচ্চতা,
আমি সেই স্বপ্নকেই শুধু খুজেঁ মরি।