পুলিশী হয়রানি ও সন্ত্রাসের জন্য বিখ্যাত জনপদ লক্ষীপুরের একজন নাগরিকের নামে জেলা গোয়েন্দা অফিস থেকে ইস্যুকৃত নোটিশ আমার হস্তগত হয়েছে।
Click This Link
নোটিশের পৃস্টা ১
নোটিশের পৃস্টা ২
নোটিসের অসংগতিসমুহ
১। জেলা গোয়েন্দা অফিসের সীলে কোন সই বা তারিখ নেই।
২। “গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” লেখা প্যাডে নোটিশ ইস্যু করা হয়নি।
৩।১৬০/৯৪ নামে কোন ধারা নেই। ১৬০ ধারা আছে ৯৪ কি?
৪। ইস্যুকৃত আফিসারের নাম,পদবীসহ সীল নেই।
৫। দুই পৃষ্টার চিঠি এমনভাবে ইস্যু করা হয়েছে গোয়েন্দা অফিস যদি অস্বীকারও করে কিছুই করার নেই।
৬। চিঠিতে কোন নাম্বার নেই।
এখন আমার প্রশ্নঃ
১।জেলা গোয়েন্দা অফিস কোন নাগরিকের নামে নোটিশ ইস্যু করতে পারে কি না?
২। জেলা গোয়েন্দা অফিস এই কাজ করলে থানা-পুলিশের কাজ কি?
৩। এই ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে পারি?