আমি কিছুদিন আগে দার্জিলিং ঘুরে এসেছি বাই রোডে। view this link
এখন আমি ভুটান ও সিকিম যেতে চাচ্ছি। পাশাপাশি বাই রোডে নেপালের বিষয় টাও জানা দরকার।
সিকিম
জতটুকু জানি আমাদের সিকিম যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। আমি কিভাবে সিকিম প্রবেশ করতে পারি?
১। ইন্ডিয়ান পরিচয় দিয়ে - তবে এখানে তো মনে হয় পরিচয় পত্র দেখাতে হবে।
২। বৈধ ভাবে অনুমতি নিয়ে। কোত্থেকে নিতে পারি?
ভুটান
আর ভুটান এর থিম্পু যাওয়ার ব্যাপারে পরামর্শ চাই। আমি কি মাল্টিপল ভিসা দিতে ঢুকতে পারবো নাকি ট্রানজিট ভিসা লাগবে? ভিসা তে কোন কোন বর্ডার উল্লেখ করতে হবে?
নেপাল
নেপাল আমি বাই এয়ার এ আগে গিয়েছি। view this link
আমার কিছু বন্ধুর জন্য ইনফো দরকার বাই রোডে নেপাল যাওয়ার ব্যাপারে।
১। এরজন্য সম্ভবত নেপালের ভিসা নিতে হবে, তাই না?
২। মাল্টিপল ভিসা দিয়ে কি যাওয়া যাবে নাকি ট্রানজিট ভিসা লাগবে? কোন বর্ডার দিতে হবে?
যারা গিয়েছেন, দয়া করে তথ্য গুলো দিলে উপকৃত হব। এছাড়া আরো সহায়ক তথ্য দিতে পারেন।
আর ভালো কথা, আমি অক্টোবর এর শেষে বা নভ এর শুরুতে যাবো ইনশা আল্লাহ্। আপনারা কেউ যেতে চাইলে যোগাযোগ করবেন। আমার ফেবুঃ view this link
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭