(১ম পর্ব)
শেষ করার আগে
এছাড়াও হাতে অবারিত সময় থাকলে ঘুরে আসুন চিতোয়ান ন্যাশনাল পার্ক। চিতোয়ান অন্য একটা শহরে। হাতির পিঠে চড়ে পার্কে ঘুরে বেড়ানোর সময় চোখে পড়ে যেতে পারে বিরল প্রজাতির এক শিংওয়ালা গণ্ডার, জলহস্তি, চিতাবাঘ, এমনকি রয়েল বেঙ্গল টাইগার। এসব বন্যপ্রাণীর মাঝে কাটিয়ে আসতে পারেন ২ রাত। এই সময় টা খুব গরম বলে জাইনি আমি।
পর্যটকরা বেশি ভিড় করেন শহরের কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিমানবন্দরের কাছের পশুপতিনাথ মন্দিরে। এই মন্দির দেখতে যেমন সুন্দর, তেমনি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। আর শহরের প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে আছে বৌদ্ধদের সবচেয়ে বড় শম্ভুনাথ মন্দির
কাঠমান্ডু শহর আর তার আশপাশে দেখার মতো জায়গা আছে অনেক। পুরনো এলাকা ললিতপুর ও ভক্তপুরে দেখবেন দরবার স্কয়ার।
হিমালয়ের শৃঙ্গগুলো দেখার জন্য নাগরকোটের চেয়েও ভালো পুরনো নগরী ধুলিখেল। এটি কাঠমান্ডু উপত্যকার বাইরে আরেক জেলা শহর।
এছাড়াও আছে নেপালের তাজমহল। স্থাপনাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার তিনশ ফুট উচ্চতার শহর নেপালের দার্জিলিংখ্যাত তানসেনে।
নেপাল এর ব্যাপারে আরো কয়েকটি কথা
# খুব পরিচ্ছন্ন একটি দেশ। বিশেষ করে টুরিস্ট স্পট গুলো। কোথাও কিছু পড়ে নেই। রাস্তার পাশে প্রসাব করার তো প্রশ্নই আসে না। অনেক জোন আছে “প্লাস্টিক ফ্রি”
# মানুষ খুব সাদাসিধা, সাহায্য প্রবন ও বন্ধু বতসল।
# সবাই খুব আইন মেনে চলে। (ট্র্যাফিক আইন সহ।)
# মানুষ যেমন পানি খায় – এরা ভাতের সাথে খায় মদ, ওয়াইন ইত্যাদি। মুদি দোকানেও বিয়ার ইত্যাদি পাওয়া যায়।
# টুরিস্ট দের এরা অনেক উঁচু চোখে দেখে। কোন ক্ষতি হতে দেয় না।
# দেশ টাই মনে হয় যেন টুরিস্ট দের জন্য তৈরি।
# ক্যাফে, রেস্টুরেন্ট এ এত মজার মজার বিচিত্র নানা রকম খাবার পাওয়া যায়, আংগুল চাটতে থাকবেন।
# দামঃ কোকঃ হাফ লিটারঃ ৫০ রুপি, চাঃ ৩০ রুপি (তবে চা খুব ভালো হয়)
#নেপালে গরু মারা আর মানুষ মারা একি কথা।
#নেপালি মেয়েরা পরনে কোনো ওড়না ব্যবহার করেনা। টপস, সঙ্গে জিনস। আর মেয়েরা এত বেশি বাইক (স্কুটি) চালায়- বলার মত না। দেখতে বেশ লাগে। মাথায় হেলমেট, হাতে গ্লাভস, পরনে জিন্স , চোখে কালো গ্লাস – ছুটে যাচ্ছে ধা ধা করে। এই চোখ মুখ কাটা কাটা দারুন সুন্দরি ফর্সা মেয়েগুলো যখন রাস্তা কাপিয়ে ছুটে যায় – সেইরকম লাগে।
যাই হোক, এই হলো আমার নেপাল ভ্রমন। এ ছিলো আমার প্রথম বিদেশ ভ্রমণ। তাই ভালো লাগার মাত্রা আরো হয়তো বেশি ছিলো। আর দেশ হিসেবে নেপাল কে ১০০ দেয়া যেতে পারে। সুন্দর সাজানো গোছানো একটি দেশ। কারো কোন রকম পরামর্শ দরকার হলে নির্দিধায় জানাবেন। আপনার জন্য শুভ কামনা রইলো
বিস্তারিত আমার ব্লগ দেখুন। এখানে ক্লিক করুন।
(১ম পর্ব)
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩