সামু ব্লগের একজন নাদান ব্লগার বোকা মানুষ বলতে চায় এই ব্লগের পাদানি'তে কোন মত জায়গা করে হাতল ধরে বাঁদর ঝোলা হয়ে ঝুলে ঝুলে গত সপ্তাহে তিনবছরের যাত্রা সম্পূর্ণ করেছেন। অতি দুঃখের বিষয় এই তিন বছরের যাত্রায় তিনি সামু নামক ব্লগ বাসের সকল যাত্রী এবং কর্তৃপক্ষকে তিতবিরক্ত করেছেন প্যানর প্যানর ঘ্যানর ঘ্যানর করে। আজ তাই তাকে হাজির করা হয়েছে আপনাদের মুখোমুখি, মনের ঝাল মিটিয়ে তাকে প্রশ্নবানে জর্জরিত করার একটি সুবর্ণ সুযোগ। প্রশ্নবানে জর্জরিত এই বোকা মানুষটি যদি আঘাতে দুর্বল হয়ে সামু বাসের হাতল হতে হাত ফস্কে পড়ে যায়, তাহলেই কম্ম সাবাড়। এতোমধ্যে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়ে গেছে, আসুন দলে দলে প্রশ্নের গোলা ছুড়ে দেই এই বোকা নামক অকম্মের ঢেঁকি ব্লগারের প্রতি।
০ প্রথমেই আপনাকে অভিনন্দন তিন বছর পাদানিতে দাঁড়িয়ে থাকতো পাড়ার জন্য।
বোমাবচাঃ হা হা হা, সমস্যা ছিল, তাই বসি নাই। সিটে বসলে যদি বাসের কন্ডাক্টার (মডু মামুরা) পয়সা চায়! তাই কায়দা করে তিন বছর ধরে পাদানি'তেই আছি। কত স্টপেজ আসল-গেল, সিট খালি হইল, কায়দা করে পাদানি'তে ছিলাম, আছি, থাকব। কাউকে আবার বলে দিয়েন না যেন।
০ আচ্ছা আপনি তো বোকা মানুষ, তো এতো বলতে চান কেন?
বোমাবচাঃ আসলে জোর করে না বললে কেউ শুনতে চায় না, কিন্তু জোর করার শক্তিও নাই। তাই সামু ব্লগে আইস্যা বকর বকর করি। ফুটপাথের ক্যানভাসারের মত, কেউ না কেউ তো সেই চিল্লানি শুনবই, নাকি? বিশ্বাস হয় না?এই যে আপনি শুনছেন।
০ আপনার কেন ব্লগে আসার শখ হল?
বোমাবচাঃ দেখেন আমি বোকা হলেও নিজের লাভটা বুঝি। এখানে বিনে পয়সায় মুফতে লেখা ছাপানো যায়, আবার হাজার হাজার লেখা বিনে পয়সায় পড়াও যায়। বাঙ্গালী নাকি ফ্রিতে পাইলে আলকাতারাও খায়। আর আমি তো বোকা, বোকারা চাইটা পুইটা খায়।
০ "চাইটা পুইটা খায়" বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন?
বোমাবচাঃ ধুর, আপনি দেখি আমার চেয়ে বোকা, কিচ্ছুই বুঝেন না। দেখেন না, তিন বছরে তিনশত'র বেশী লেখা ছাপাই ফেলছি, একটা টাকাও দিতে হয় নাই প্রকাশককে। হে হে হে...
০ বুঝেছি, বুঝেছি। কিন্তু আপনি তো কথা বেশী বলেন নাই। মাত্র ছয় হাজার মন্তব্য করছেন তিন বছরে। এটা কেন করলেন?
বোমাবচাঃ আসলে প্রথম প্রথম একটু লজ্জা লাগত, ভয়ও লাগত। কমেন্ট করলে যদি কন্ডাক্টার মামুরা পয়সা চায়।
০ আচ্ছা আপনি সামু ব্লগের খোঁজ কোথা থেকে পেলেন?
বোমাবচাঃ আমার এক দোস্ত আছিল, ধইঞ্চা, সব কামের ওস্তাদ। আসলে ভাব লয় ওস্তাদির, কিন্তু কামের বেলা ফুটুস। একদিন
ওর বাড়িতে গিয়েছিলাম আড্ডা দিতে। আমার কথার যন্ত্রণায় অস্থির হয়ে আমায় বলল, এক কাম কর দোস্ত, তোরে বকর বকর করার একটা বাসে উঠাইয়া দেই, সেইখানে মন খুইল্লা বকর বকর করিস। এই বলে সে আমাকে এই সামুর বাসে তুলে দিয়ে নিজে কাইটা পড়ছে।
০ তো সেই থেকে আপনি বকর বকর করেই জাচ্ছেন? তো কি কি বিষয় নিয়ে আপনি বকর বকর করেন?
বোমাবচাঃ আমি তো সব বিষয় নিয়েই বকর বকর করি, তবে বেশী ভাল লাগে ঘোরাঘুরি নিয়ে বকর বকর করতে। এই পর্যন্ত সবচেয়ে বেশী বকর বকর করেছি এই বিষয়ে।
০ কারণ কি? এই বিষয়ে আপনার এতো কথা বলতে মন চায় কেন?
বোমাবচাঃ দেখেন, আমি হলাম বেকার মানুষ, নাই কাজ, তো খই ভাঁজ। আর আমি খই খুঁজে না পেয়ে ঘোরাঘুরি করি। সময় কেটে যায়, নানান জিনিস দেখি, বোকা বলে বেশিরভাগ জিনিস বুঝি না, কিন্তু দেখতে ভাল লাগে।
০ এরই মধ্যে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, আমাদের রেডিও'র এফএম ব্যান্ড ৪২০ কেম্নে হয়? আসলে যুগ অনেক এগিয়ে গেছে, এইটা মঙ্গল গ্রহের ফ্রিকোয়েন্সি, টেলিকাস্ট হচ্ছে আপনাদের এখানে।
বোমাবচাঃ এই কারনেই তো আপনাদের চ্যানেলে সাক্ষাতকার দিচ্ছি, কত টেলিভিশন এ, বি, সি, ডি থেকে জেড; ওয়ান-টু থেকে নাইনটি নাই, কত অফার ছিল! কাউকে সাক্ষাতকার দেই নাই, দিচ্ছি আপনাদের। কারণ কি? আপনাদের চ্যানেল কত্ত বড়, ৪২০!!!
০ তো যা বলছিলাম, ঘোরাঘুরি নিয়ে আপনার কিছু পছন্দের লেখা সম্পর্কে যদি বলতেন...
বোমাবচাঃ আসলে অনেক লেখাই তো আছে, কোনটা রেখে কোনটা বলি? একটা লিস্ট দিতে পারি আপনাকে-
ভয়ঙ্কর সুন্দরীতমা!..বান্দরবান
টাঙ্গুয়ার হাওর - প্রেমময় জলাধারের জনপদ
ঢাকার জাদুঘর সমগ্র - (এক খণ্ডে ১৭টি জাদুঘরের আদ্যোপান্ত)
বাংলাদেশের ডজন দেড়েক সমুদ্র সৈকত (মেগা পোস্ট)
বিছানাকান্দি'র বিছানায়
চার চর আর তিন সৈকত - এ লাইফ টাইম মেমরেব্ল জার্নি
অ্যা ভার্চুয়াল জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী
ডারউইনের গালাপাগোস এবং আমার বিস্ময়!
অ্যা শর্ট নোট অব বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চল (জাতীয় উদ্যান)
বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!!
আসলে লিস্টতো বড় হতেই থাকবে, এগুলো আমার প্রথমদিককার ভ্রমণ পোস্ট ছিল। এরপর শ'খানেক ভ্রমণ এবং ভ্রমণ বিষয়ক পোস্ট
ছাপিয়েছি সামুতে, বিনে পয়সায়।
০ আচ্ছা আপনি কি শুধু নিজের ভ্রমণ প্যানপ্যানানি লিখেন?
বোমাবচাঃ না না না, আমি আপনাদের জন্য ভ্রমণ বিষয়ক পোস্ট লিখেছি, এই যেমন এইটাঃ ভ্রমণের অষ্টকাহন (একটি ভ্রমণ পরিকল্পনা সহায়িকা'র মেগা পোস্ট - Must Read, Otherwise Something You Missed) এটা তো সকলের অবশ্য পাঠ্য, একটি ভ্রমণ পরিকল্পনার জন্য। শুনেছি, আপনি সদ্য বিয়ে করেছেন? আপনার জন্যও পোস্ট রয়েছে একটিঃ নব বিবাহিত দম্পতিদের জন্যঃ What Should Be Your Honeymoons Destination?
০ ভ্রমণ ছাড়া আর কি ছাপাতে আপনি পছন্দ করেন?
বোমাবচাঃ ভ্রমণ নিয়ে লিখতেই আমার ভাললাগে। ভ্রমণ নিয়ে আমার তিনটা সিরিজ আছেঃ বাংলার জমিদার বাড়ী, ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই আর ট্র্যাভেল মুভি রিভিউ শিরোনামে। এর মধ্যে বাংলার জমিদার বাড়ী'র জন্য ওয়ার্ল্ড হেরিটেজ এ্যাওয়ার্ড এবং ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই এর জন্য সাহিত্য একাদেমি পুরস্কার বেশীর জন্য হাত ছাড়া হয়ে গেছে। এই আর কি...
০ এরই মধ্যে বেশ কিছু শ্রোতা'র কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি আমরা। প্রবাস থেকে "প্রবাসী পাঠক" আপনাকে তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন।
বোমাবচাঃ ধন্যবাদ প্রবাসী পাঠক আপনাকে। তবে, শুধু খালি মুখে শুভেচ্ছা দিয়েন না, প্রবাস থেকে আসার সময় গিফট আনতে ভুলবেন না যেন।
০ "মোটা ফ্রেমের চশমা" পরিহিত একজন আপনাকে দৈত্য ভাই বলে সম্বোধন করে শুভীচ্ছা জানিয়েছেন।
বোমাবচাঃ ধন্যবাদ। আসলে উনার মোটা ফ্রেমের পাওয়ারটাও বুঝি বেশী, তাই আমাকে দৈত্যকার দেখছেন। আচ্ছা ভাল কথা আপনাদের রেডিও হতে যে ছবিও দেখা যায়, আগে বলবেন না। একটু সাজুগুজু করে আসতাম।
০ না না, আমাদের রেডিও কোন ছবি সম্প্রচার করে না, শুধুই শব্দ। যাক সে কথা, "অগ্নি সারথি" নামের আপনার কোন সহযাত্রী আপনাকে শুভেচ্ছা জানিয়ছেনে।
বোমাবচাঃ অহ অগ্নি ভাই, এখন তো উনাকেই চাই। যে শীত পড়ছে।
০ "ইমরাজ কবির মুন" নামের একজন বলেছেন আপনি নাকি চামে দিয়ে বামে ঠ্যালা দেন?
বোমাবচাঃ আসলে উনি নিজে একজন বামহাতি লেগ স্পিনার হয়ত। আর ঠ্যালা গাড়ী আমি কখনোই চালাই নাই, তাই ঠ্যালা কেম্নে দেয় বলতে পারছি না। ধন্যবাদ।
০ "গেম চেঞ্জার" কিন্তু পুরো গেম চেঞ্জ করে আপনাকে একটা ক্রেস্ট উপহার হিসেবে দিয়েছেন।
বোমাবচাঃ ওয়াও!!! জীবনে প্রথম কোন এ্যাওয়ার্ড পেলাম। আমি আমার এই এ্যাওয়ার্ড উৎসর্গ করছি....
০ না না ভাই, আপনি ভুল বুঝছেন, উনি আপনাকে জাস্ট একটা ক্রেস্ট উপহার দিয়েছেন।
বোমাবচাঃ ঐ একই কথা, এ্যাওয়ার্ড পেয়ে আমি ধন্য। ধন্যবাদ গেম চেঞ্জার আপনাকে আমার গেম চেঞ্জ করে দেয়ার জন্য।
০ আচ্ছা আবার ফেরত যাই, আপনার ভ্রমণের পর কোন বিষয়ে লিখতে ভাল লাগে?
বোমাবচাঃ সে আর বলতে? অবশ্যই গল্প-উপন্যাস, আসলে আপনাকে একটা গোপন কথা বলি, হুমায়ূন আহমেদ স্যার মারা যাওয়ার পর এখন আমি আমার কোন কম্পিটিটর দেখিনা বাজারে। তাই গল্প একটু কম লিখছি। বুঝেনই তো...
০ আপনি তো তাহলে দেখি বিরাট সাহিত্যিক?
বোমাবচাঃ সে আর বলতে! আমার এখনো কেন কোন উপন্যাস প্রকাশ পায় নাই জানেন?
০ না! কেন?
বোমাবচাঃ কারণ, প্রথম উপন্যাসের জন্য আমাকে সাহিত্যে নোবেল প্রাইজ দেয়ার কথা রয়েছে। উনারা সিগ্ন্যাল দিলেই ছাপিয়ে ফেলব।
০ এই প্রসঙ্গে হাসান মাহবুব আপনাকে জিজ্ঞাসা করেছেন "রন্টির কালো আকাশ কি এবার বই হয়ে আসছে?"
বোমাবচাঃ ধন্যবাদ শ্রদ্ধেয় হাসান মাহবুব ভাই। আসলে কোন ডোনার রাজি হয় নাই এতো হাই লেভেলের উপন্যাস প্রকাশ করতে। ভাবছি পেঙ্গুইন'কেই শেষ পর্যন্ত ছাপাতে দিব। ভাবছিলাম দেশীয় প্রকাশক'রা কিছু করে খাক, সে আর হবার নয়। বিদেশী বেশ কিছু সংস্থা এই বইটি প্রকাশ করার ইতোমধ্যে ইচ্ছে পোষণ করেছে কি না।
০ আচ্ছা আপনি কি ধরনের গল্প লিখতে পছন্দ করেন?
বোমাবচাঃ আমি আসলে বোকা বলে, মনটাও বোকা, অল্পতেই প্রেমে পড়ে যায়। তাই প্রেমের গল্প লিখতে ভাল লাগে। একবার ইন্টার্ভিউ দিতে গিয়ে প্রেমে পড়ে গেলাম এইচআর এর হেড ম্যাডাম এর। এইটা নিয়েই আমার ঐতিহাসিক গল্প ভাইভা - ক্ষণিকের ভালবাসা নাকি ভাললাগা রচিত হয়েছিল।
০ ইন্টার্ভিউ দিতে গিয়ে প্রেমে পড়ে গেলেন, তাও এইচআর এর হেড এর!
বোমাবচাঃ হে হে হে, একবার তো ইন্টার্ভিউ দিয়ে ফেরার সময় বাসে একজনের প্রেমে পড়ে গেলাম। সেটা নিয়েও গল্প ছিলঃ যদি একবার তাকে দেখা যায় (একটি অসমাপ্ত প্রেম উপাখ্যান)
(দিনব্যাপী চলবে, আপডেট সাক্ষাৎকার পেতে সাথে থাকুন। "রেডিও - নিজের ঢোল নিজে ফাটাও! 420.00 FM। চোখ রাখুন মন্তব্যে।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪