সবদিন রাতে ঘুম হয় না, তখন দুপুরে অথবা বিকেলে ঘুমিয়ে পুষিয়ে নেই। তবে একটা মজার ব্যপার ঘটে প্রতিদিন - সেটা হল প্রতিদিন ভোরের সূর্য ওঠা দেখা। ছোটবেলায় বড়রা আমাদের ছোটদেরকে তাড়াতাড়ি বিছানায় পাঠানো আর খুব ভোরে ঘুম থেকে ওঠানোর জন্য গান শোনাতো
আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ
মেকস আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ
আমার মাথায় একটা প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায়। আমি তো আর্লিয়েস্ট টু বেড অ্যান্ড আর্লিয়েস্ট টু রাইজ - আমার তাহলে কি হবে? হা হা হা
প্রায়ই ভোরবেলা গাড়িটা নিয়ে বের হয়ে পড়ি। আজকে পৌনে ছয়টায় বের হলাম - ভোরের ঢাকা যে কি সুন্দর। আমি ছোটবেলায় বাবার সাথে রিকশায় করে ঘোরার সময় এরকম ঢাকা দেখতাম। কোন জ্যাম নাই, নিরিবিলি সব রাস্তা। ছোটবেলায় ভোরবেলা উঠে আদমজী ক্যান্ট পাবলিকের বাস ধরার জন্য বের হলে এই রকম পেট্রলের গন্ধ নাকে আসতো। খুব নস্টালজিক লাগে ভোরবেলা বের হলে।
গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে থাকি, মন থাকে ২৫ বছর আগের আমিতে, আর ক্যাসেট প্লেয়ারে ডেনভার মৃদুসুরে গেয়ে যায়
আই নো হি'ড বি আ পুওরার ম্যান
ইফ হি নেভার স অ্যান ঈগলস ফ্লাই
রকি মাউন্টেন হাই...