ঈদের দিন দিক দিক থেকে লোকেরা তখনকার খলীফার ঘরে হাজির হলেন। এসে কী দেখালেন তারা? তিনি رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه দরজা বন্ধ করে অঝোর নয়নে কাঁদছেন। লোকেরা হতভম্ব হয়ে আরয করলেন, হে আমিরুল মু'মিনীন رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه আজতো ঈদ, খুশ-খুশী উদযাপনের দিন। খুশীর এইদিনে কান্নাকাটি কেন করছেন? তিনি চোখের পানি মুছতে মুছতে বললেনঃ
هذا يوم العيد وه الوعيد
বাংলাঃ হা্যা ইয়াউমুল ঈদি ওয়া হা্যা ইয়াউমুল ওয়াঈদ।
অর্থাৎ, "হে লোকেরা! এটা ঈদের দিনও, আবার আযাবের হুমকির দিনও।"
''আজ যার রোযা-নামায কবুল হয়েছে, নিঃসন্দেহে আজ তাঁর জন্য ঈদের দিন। কিন্তু যার নামায রোযা কবুল না করে তার মুখে ছুঁড়ে মারা হয়েছে, তার জন্য আজ আযাবের হুমকির দিন। আর আমি এ ভয়ে কাঁদছি যে, আহা!
أنا لا ادري امن المقبو لين ام من المطرودين
বাংলাঃ আনা লা আদরী আমিনাল মাক্ববু লীনা আম মিনাল মাথরুদ্দীন।
অর্থঃ আমি জানিনা আমি কি গ্রহণযোগ্যদের অন্তর্ভুক্ত, না প্রত্যাখ্যাতদের অন্তর্ভুক্ত।''
আল্লাহ্ তা'লার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হোক। আমীন।