গত কিছুদিন ধরেই আবিরের ঘুম হচ্ছেনা,অনেক দেরি করে ঘুম আসছে আর ভেঙ্গেও যাচ্ছে প্রায়সঙ্গে সঙ্গেই।অফিসে বসে প্রায় সারা দিনই ঝিমোচ্ছে সে।
তবে এই ঘুম না আসার ব্যাপারটা আবিরের খারাপ লাগছেনা।নিজের শরীরকে কষ্ট দিয়ে অদ্ভূত আনন্দ পাচ্ছে সে, আর মাঝরাতে সেই অদ্ভূত শব্দটার জন্য অপেক্ষা করাটা ওর নেশার মত হয়ে গিয়েছে।
আবিরর এই অনিদ্রা অসুখ শুরু হবার পর প্রায়এক বছর কেটে গেছে,এক বছরে অনেক কিছু হয়েছে,আবিরের চাকরিটা চলে গেছে।প্রায় তিরিশ কেজি ওজন কমেছে,মাদকাসক্ত সন্দেহে দুবার পুশিশের হাতে গ্রেপ্তার হয়েছে আর সাবিহা এক জার্মানপ্রবাসীকে বিয়ে করে জার্মানী চলে গেছে, তবে আবির ভালো আছে কারন কয়েকদিন আগে সে ঐ অদ্ভূত শব্দটার ঊৎস খঁুজে বের করেছে।
আসলে তার রূমের পাশ দিয়ে বাথরূমের যে বড় পাইটা চলে গেছে সেটা ফুটো হয়ে গিয়েছিলো সারাদিনের ময়লা সেখানে জমে গ্যাস হয়ে বেরিয়ে যাবার সময় শব্দটা হত।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫