জীবনের একটা পর্যায়ে এসে কর্মব্যস্ততা এবং পরিবারের নতুন সদস্যদের বর্তমান চাওয়া-পাওয়া ও ভবিষ্যত ভাবনায় পুরনো বন্ধু-বান্ধব ও আপনজন অর্থাৎ ভাই, বোন, আত্বীয়স্বজন এদের প্রতি ততটা মনোয়োগ দেয়া যায়না। কিন্তু আপনজন কেউই বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে চায় না। বরং নানা রকম সমালোচনা ও বিরুপ মন্তব্যে জর্জরিত করে তাকে পরিবার ও আপনজন থেকে আরো দূরে ঠেলে দেয়। একটা সময় নিজেকে আবিষ্কার করতে হয় ভিন্ন এক জগতে। যেখানে সে নিঃসঙ্গ, বড়ই অসহায় ও ক্লান্ত-শ্রান্ত, কিন্তু পরিবারের একান্ত আপনজনদের শীতল হাতের স্পর্শ থেকে বহুদূরে। পরিস্থিতি এমন যে, চাইলেও আপনজনদের কাছে ফিরে যাওয়া, কারো সাথে মন খুলে কথা বলা কিংবা মনের কষ্টগুলো কারো সাথে শেয়ার করার মত কোন বন্ধু বা কোন আত্মীয়স্বজন চারপাশে খুজে পাওয়া যায় না। মুহুর্তেই সবাই ভূলে যায় এক যুগেরও অধিক সময় তার সকল উপার্জন, সময়, শ্রম দিয়ে পরিবারের বাকি সদস্য, আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সকল চাওয়া পূরণ করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম ও প্রাণান্ত চেষ্টা করে যাওয়া পরিবারের এই সদস্যটির আত্মত্যাগের কথা। ব্যক্তিচিন্তা, স্বার্থপরতা আমাদেরকে দিনে দিনে চরম একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে।
তাইতো- মনের না বলা কথাগুলো, নিজের চাওয়া-পাওয়া ও কষ্টগুলো ব্যক্ত করার জন্যই অনেকে আসেন ভার্চুয়াল এই জগতে। নিজের পান্ডিত্য জাহির করা কিংবা অন্যের ভাললাগা মন্দলাগাটা এখানে কোন বিষয় নয়, শুধুমাত্র নিজের অব্যক্ত ভাষাগুলোর প্রকাশই এখানে মূখ্য। তবে ভার্চুয়াল জগতের বন্ধু বা সহযাত্রীদের ভাল-মন্দ মন্তব্য বা পরামর্শ হয়ত কিছুটা উৎসাহ বা প্রশান্তি দেয়।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:৫২