তৎকালিন জগন্নাথ কলেজে তখন মাস্টার্সে পড়ছি, সাথে কয়েকটা টিউশনি ছিল। কিন্তু পরিবারে আর্থিক টানাপোড়ণে মন স্থির ছিলনা। একটা চাকরী খুব দরকার ছিল, তা যেকোন কাজই হোকনা কেন। তাইতো মাস্টার্স পরীক্ষা শেষ করেই রেজাল্টের জন্য অপেক্ষা না করে ২০০২ সালে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে "মেডিকেল রিপ্রেজেন্টেটিভ" হিসেবে কাজ শুরু করে দেই, যদিও এধরনের কাজ সম্পর্কে পূর্বে কোন ধারণা ছিলনা।
ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম তা নয়, তবে দূর দৃষ্টির অভাব, আর্থিক ও পারিবারিক টানাপোড়ণ, মানষিক অস্থিরতা, সঠিক গাইডলাইনের অভাব ইত্যাদি বিভিন্ন কারনে ধীর-স্থির ভাবে সময় নিয়ে একটা ভাল চাকরীর জন্য নিজেকে প্রস্তুত করার মত ধৈর্য ছিলনা।
যাহোক, সেই থেকে শুরু। ২০০৬ সালে ম্যানেজার হয়েছি এবং ২০১৪ সালের শেষ অবধি টানা প্রায় ১ যুগ দেশেরে বিভিন্ন স্থানে, বিভিন্ন কোম্পানীতে কাজ করেছি। সারাবছর শীত-গ্রীষ্ম-বর্ষা, ঠান্ডা-রোদ-বৃষ্টি-ঝড় সব কিছু উপেক্ষা করে সকাল ৭ টা থেকে প্রায় রাত ১২ টা পর্যন্ত যে কাজের পরিধি। কাজের প্রয়োজনে মোটর সাইকেল নিয়ে সারাদিন পুরো ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় দৌড়ে বেড়ানো ছিল নিয়মিত রুটিন। নিজের এনার্জি ধরে রাখার পাশাপাশি সেলস টিমের সদস্যদের মোটিভেটেড রাখাটা ছিল খুব জরুরী।
কিন্তু একটা সময়ে এসে আর নিজের এনার্জি ধরে রাখতে না পেরে এবং পরিবারে কিছুটা সময় দেয়া জরুরী মনে করে অক্টোবর ২০১৪ থেকে পুরোপুরি ফিল্ড মার্কেটিং ছেড়ে একটা অফিস জব খুজে নেই। কিন্তু এখানেই শেষ নয়..............
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩