লাই শাক । মূলত এটি রাই সরিষার কচি পাতা । ছোট গাছ থেকেই সবজি হিসেবে এই পাতা সংগ্রহ করা হয় মূল গাছের ক্ষতি না করে । এইভাবে একই গাছ থেকে কয়েকবার লাই শাক সংগ্রহ করা যায় । এবং পরবর্তীতে পাওয়া যায় অর্থকরী সরিষা দানা ।
বৃহত্তর সিলেটে এই শাকের কদর অনেক । হরেক রকমের খাবারের আইটেম হয় এটি দিয়ে ।
আর আমি যেইটা পাড়ি সেটা হল লাই শাকের ভর্তা ।
শুরু করা যাক তবেঃ
ধুয়ে নিতে হবে প্রথমেই ।
মাঝের শক্ত ডাটা কেটে ফেলে দিতে হবে ।
পেঁয়াজ, মরিচ ( কাচা কিংবা শুকনা ), সামান্য রসুন, ধনেপাতা ধুয়ে কেটে নিতে হবে কুচি কুচি করে।
কুচি কুচি করে কেটে নিন লাই শাকও । এখন ব্যাপারটা এমন ।
এবার লবন যোগ করার পর সব একত্র করে ভর্তার মত মেখে নিতে হবে । অসাধারণ একটা ঘ্রাণ নাকে আসবে । কিছুক্ষণ পর নিচে শাকের রস চোখে পরবে, অসাধারণ তার স্বাদ ।
*** আমি ঢাকার বাজারে কখনো লাই শাক দেখিনি । আফসোস ।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে সিলেটের বাজারগুলোতে এই শীতের অপরিহার্য সবজি এটি ।
*** অবশ্যই গরম গরম ভাত সাথে থাকতে হবে । রোদমাখা শীতের সকাল হলে মনে হবে মুখে কাব্য চিবুচ্ছেন । গরম সবুজ কাব্য ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭