ভোরের চা বাগান ।
লাউয়াছড়া বনের বুক চিড়ে শান্ত পিচ ঢালা রাস্তা ।
দৃষ্টির সীমানায় বেঁকে যাওয়া ঝিকঝিক রেল পথ ।
দলছুট ।
ভাগ্যক্রমে দেখা পাওয়া - " এরা উল্লুক "
ইনি সম্ভবত ফেয়ার এন্ড লাভলি ব্যাবহার করেন।
ছবি তুলে দিব । বলতেই সুন্দর একটা পোজ দিয়ে দিল । ক্লিক ...
কারো বাড়ির আঙিনায় ফুটে ছিল ।
লাউয়াছড়া বনের ভিতরে বাঁশবন ।
সিলেটে একে ছড়া বলে । পাহাড় বেঁয়ে নেমে আসা জলধারা । শীতে এমন
শুকিয়ে যায় । তবে কখনোই উপচে পড়া পানি থাকে না ।
রাস্তার পাশে প্রতিমা । চা বাগানে প্রায়ই বড় গাছের নিচে এমন দেব দেবির মূর্তি
চোখে পড়ে ।
মাধবপুর লেকের মতই 'শুনছড়া' চা বাগানের মধ্যে অপরুপ একটা লেক ।
সন্ধ্যাকালিন সময়ের কয়টা ছবি ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৬