ড. পিয়াস করিমের লাশ,শহীদ মিনার আর বায়তুল মোকারম মসজিদ//
শহীদ মিনার 'ওদের' আর বায়তুল মোকাররম ‘এদের’ বলে কি ভাগ করে দিয়েছে ২১টি প্রগতিশীল সংগঠন?//
============================
পিয়াস করিমের লাশ যাতে শহীদ মিনারে না আসতে পারে সেজন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে টিএসসিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান একাত্তর সহ আরো অনেকগুলো সংগঠন।
প্রাণের ’৭১ নামে অনলাইন এক্টিভিস্টদের আরেক সংগঠনও বুধবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
শহীদ মিনারে মরদেহ নেওয়া ঠেকাতে ফেইসবুকে একটি ‘ইভেন্ট’ খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে, ‘পবিত্র শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নিয়ে অপবিত্র করা মানি না, মানব না।’
ইভেন্ট পেইজের কভারে লেখা রয়েছে, ‘পিয়াস করিমের লাশের ভার বইবে না বাংলাদেশ, পবিত্র শহীদ মিনার অবমাননা রুখে দাঁড়াও বাংলাদেশ।’
তাই অধ্যাপক ড. পিয়াস করিমের দ্বিতীয় জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সম্পন্ন হয়।
খুব সাভাবিক ভবেই প্রস্ন জাগে, ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিলে নাকি শহীদ মিনার অপবিত্র হতো, তাহলে বায়তুল মোকারমে নিলে বায়তুল মোকারম অপবিত্র হলো না কেন?
কী বিচার তাদের?
বায়তুল মোকাররম পাকিস্তানীদের (বাওয়ানী) টাকায় প্রতিষ্ঠিত বলে?
নাকি শহীদ মিনার 'ওদের' আর বায়তুল মোকাররম ‘এদের’ বলে ভাগ করে দিয়েছে ২১টি প্রগতিশীল সংগঠন!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১