somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্দোনেশিয়া ভ্রমণের বিস্তারিত বর্ণনা (খরচ এবং ছবিসহ)

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্দোনেশিয়া ভ্রমণে কত সহজে ৫ মিনিটে ভিসা পেয়ে গিয়েছিলাম তা নিয়ে ফেবুতে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে অনেকেই ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের বিস্তারিত জানতে চেয়েছিলেন। তাই পোস্টটি লেখছি। আমি To the point লেখার চেষ্টা করবো।

[উল্লেখ্য, আমি কোন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে যায় নি। সম্পূর্ণভাবে গুগল এবং ট্রিপ এডভাইজার এর সাহায্য নিয়ে সবকিছু ব্যবস্থা করেছি]

কিভাবে যাবেনঃ
-----------------

বালি যাওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম Malindo Air​ কে। টিকেট বুক দিয়েছি সরাসরি ওদের ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড এর মাধ্যমে। সাধারণত বালি যাওয়ার জন্য আপনাকে মালয়েশিয়া হয়ে যেতে হবে। প্রথমে ঢাকা টু কুয়ালালামপুর (আনুমানিক ৩ ঘন্টা)। সেখানে ৩/৪ ঘন্টার ট্রানজিট এর পর কুয়ালালামপুর টু বালি (আরো ৩ ঘন্টা)। আমার ফ্লাইট ছিল বাংলাদেশ সময় রাত ১২:৫০ এ। আমি বালিতে পৌছায় দুপুর ১টায় (বালি সময়)।

খরচঃ চেষ্টা করবেন কমপক্ষে ১ মাস আগে বুকিং দিতে। যত আগে কাটবেন তত খরচ কম পড়বে। ভাড়া জনপ্রতি গড়ে ৩০০০০-৩৫০০০ টাকা (রাউন্ড ট্রিপ)

টিপসঃ প্লেনের খরচ, সময় ইত্যাদি বিস্তারিত জানার জন্য skyscanner.net নামক ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্তঃ
--------------------------------

ইন্দোনেশিয়া গত এপ্রিল থেকে বাংলাদেশীদের জন্য চালু করেছে অন-এরাইভাল ভিসা। মানে নামলেই ভিসা। আমার ক্ষেত্রে তাই হয়েছে। নামার পর জিজ্ঞাসা করেছে কত দিন থাকবো। ব্যস, দিয়ে দিল ৩০ দিনের ভিসা মাত্র ৫ মিনিটে।

বাংলাদেশ ইমিগ্রেশনেও খুব বেশি সমস্যা হয় নি। তারা শুধূ রিটার্ন টিকেটের কপি দেখতে চেয়েছে। তবে, ফ্রেশ পাসপোর্ট হলে একটু বেশি প্রশ্ন করতে পারে, আটকানোর কথা না যদি আপনার গতিবিধি খুব বেশি সন্দেহজনক না হয়।

পুরো ট্যুরে আমার কোথাও কোন ডকুমেন্টস লাগে নি। তবে, সতকর্তাস্বরূপ, আমি ২০০ ডলার এনডোর্স করিয়েছি, এনডোর্স সার্টিফিকেট সাথে রেখেছি। এছাড়া, পাসপোর্টের কয়েকটি কপি, এনঅাইডি কপি, কয়েক কপি পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিংয়ের প্রিন্টেড কপি এবং ই-টিকেটের কপি সাথে রেখেছিলাম।

খরচঃ ফ্রী। ভিসার জন্য ওরা কোন ফী নেয় না। ভিসার ছবি এখানেঃ http://bit.ly/2e0Vumb

থাকাঃ
--------------------

বালিতে আমি ১ রাত থেকেছি Ubud​ এলাকায় এবং বাকি ৩ রাত থেকেছি Kuta​ এলাকায়।

উবুদে আমি ছিলাম "Aya's Room" নামক রিসোর্ট এ। বুকিং দিয়েছিলাম booking.com থেকে (http://bit.ly/2ebulrU)। অগ্রীম কোন খরচ দিতে হয় নি। রুম বড় ছিল, এসি করা ছিল, বাথটাব সহ বাথরুম এবং Well-decorated ছিল। সাথে ছিল সকালের ফ্রী নাস্তা দু’জনের জন্য।

খরচঃ ৪ লক্ষ রুপিয়াহ (বাংলাদেশি ১ টাকায় প্রায় ১৬২ রুপিয়াহ)

তারপর কুটাতে আমি ছিলাম Home@36 Condotel নামক হোটেলে। বুকিং দিয়েছিলাম agoda.com থেকে (http://bit.ly/2e7YyuI)। টাকা অগ্রিম পে করতে হয়েছে ক্রেডিট কার্ড দিয়ে। এদের হোটেলটি একেবারে বীচের সাথে। ছবি দেখলেই বুঝবেন। রুম ভালো ছিল, এসি করা ছিল এবং Well-decorated ছিল। সাথে ছিল সকালের ফ্রী ব্যুফে নাস্তা দু’জনের জন্য।

খরচঃ আনুমানিক ২৮-৩০ ডলার প্রতি রাত।

হোটেল রুমের ছবি উপরের লিংকগুলোতেই দ্রষ্টব্য।

খাওয়াঃ
-------------------

যেহেতু সকালের খাওয়া হোটেল থেকে দিয়েছে তাই আমাদের খরচ হয়েছে বাকি দু’বেলা নিয়ে।

উবুদে আমরা খেয়েছিলাম Queens of India নামক ইন্ডিয়ান রেস্টুরেন্ট এ। খরচ হয়েছে মোটামুটি ৬ লক্ষ রুপিয়াহ।

কুটাতে হোটেল সংলগ্ন রেস্টুরেন্টে খেতে পারেন ২০% ছাড়ে। অথবা বাইরেও খেতে পারেন। দু’জনের জন্য প্রতিবেলা খাওয়ায় আপনার মোটামুটি ৪ লক্ষ রুপিয়াহ খরচ হতে পারে।

খাওয়া-দাওয়ার কিছু ছবি এখানে দিলামঃ http://bit.ly/2dmnj1u

যাতায়াত খরচঃ
------------------------------

- এয়ারপোর্টে নেমে যদি আপনি দরদাম না করে আরামে চলে যেতে চান গন্তব্যে, তবে এয়ারপোর্টে ট্যাক্সি সেন্টার আছে। ওদের ভাড়া নির্ধারণ করা থাকে। এয়ারপোর্ট থেকে উবুদ যেতে আমাদের খরচ হয়েছে ৪ লক্ষ রুপিয়াহ (প্রায় দেড় ঘন্টার যাতায়াত)

- সাধারণ যাতায়াতের জন্য Blue Taxi নামক সার্ভিস রয়েছে। এদের নিজস্ব এ্যাপ এবং ওয়েবসাইট (http://www.bluebirdgroup.com) রয়েছে। বুকিং দিলেই চলে আসবে। এদের ভাড়া মিটারে উঠে। তবে মিনিমাম ভাড়া ৩০০০০ রুপিয়াহ।

- এছাড়া, পুরো বালিতেই আপনি মোটর সাইকেল (স্কুটি টাইপ) ভাড়া পাবেন। এগুলো ঘন্টা প্রতি ভাড়া নিতে হয়। প্রতি ঘন্টা ৭০,০০০ থেকে ১ লক্ষ রুপিয়াহ।

- ঘুরাঘুরির জন্য হোটেলের সাথে কথা বলে ১টি ট্যাক্সি সারাদিনের জন্য ভাড়া করে নিবেন। ট্যাক্সিওয়ালাই আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। খরচ পড়বে ৫ লক্ষ থেকে ৬ লক্ষ রুপিয়াহ।

ভ্রমণ ও অন্যান্য খরচঃ
------------------------

- সীম কিনতে আমার খরচ হয়েছে ৩ লক্ষ রুপিয়াহ এর মত (সাথে ৪ জিবি ইন্টারনেট এবং ১০০ মিনিট লোকাল-ইন্টারন্যাশনাল কল)

- Live Volcano Trekking এর জন্য খরচ হবে জনপ্রতি ৫০ ডলার। (বুকিং দিয়েছি এদের মাধ্যমে govoyagin.com)

- Under Water Walking যদি করতে চান তবে জনপ্রতি খরচ গুণতে হবে ৯০-৯৫ ডলার (বুকিং দিয়েছি এদের মাধ্যমে http://www.balitrips.com)

- বিভিন্ন Temple ভিজিটে খরচ হবে সর্বমোট জনপ্রতি আনুমানিক ১-১.৫ লক্ষ রুপিয়াহ।

- ডলার ভাঙালে রেট ভালো দেখে নিবেন। সাধারণত ১ ডলারে রেট দেয় ১২,৬০০ থেকে ১৩,৩৯৯ রুপিয়া পর্যন্ত।

কোথায় কোথায় ঘুরবেনঃ
----------------------------

আমরা যা যা করেছি তা নিচে তুলে দিচ্ছি। জরুরী নয় যে এভা্বেই করতে হবে। তবে আমরা যতটুকু সম্ভব অধিকাংশ জিনিস কভার করার চেষ্টা করেছি।

Day 1: প্রথম দিন ইমিগ্রেশন শেষ করে উবুদে গিয়ে হোটেল উঠে ফ্রেশ হতে হতে বিকাল ৪টা বেজে যায়। আমরা বের হয়ে একটি ইন্ডিয়ান হোটেলে হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়ি। হোটেলের আশেপাশে কিছু মন্দির-দোকান এবং দর্শনীয় স্থান ছিল। সেগুলো পায়ে হেটে ঘুরে ৮টার মধ্যে হোটেলে ফিরে এসে ঘুমিয়ে পড়ি। কারণঃ

Day 2: Live Volcano Trekking এর জন্য আপনাকে নিতে গাড়ি আসবে রাত ২টায়। সেখান থেকে ট্রেকিং শুরু স্পটে যেতে যেতে প্রায় ৩:১৫ বেজে যায়। সেখানে চা-কফি খেয়ে ট্রেকিং শুরু করতে হয়। উদ্দেশ্য উপরে উঠে সূর্যোদয় দেখা :) তারপর হোটেল ওরা পৌছে দিলে সকালের নাস্তা খেয়ে আমরা ১টি টেক্সি দুপুর ৩টা পর্যন্ত ভাড়া করি। টার্গেট হচ্ছে হোটেল একেবারে চেক-আউট করে উবুদের দর্শনীয় স্থানগুলো ঘুরে একেবারে কুটাতে চলে যাওয়া।

এদিনে আমরা প্রথমে যাই, Monkey Forest (চারিদিকে শুধু বানর আর বানর দেখবেন)। সেখান থেকে চলে যাই Rice Field দর্শনে। ভাবছেন, ধানক্ষেত দেখার কি আছে। এটার একটি বিশেষত্ব আছে। ছবির অ্যালবাম দেখলে বুঝে যাবেন। তারপর সেখানে থেকে যাই Bali Purina নামক একটি কৃষি ফার্ম এ। এখানে কফি তৈরি করা হয় এবং আপনাকে ৭ রকমের কফি ফ্রীতে খেতে দিবে :) খাওয়ার পর আপনি চাইলে চলে আসতে পারেন কিংবা বালি স্পেশাল কফিগুলো কিনতে পারেন। তারপর সেখান থেকে আমরা আরো দুটো Temple ভিজিট করে কুটাতে চলে আসি।

এসে হোটেলে চেক-ইন করে হোটেলের বীচ সংলগ্ন রেস্টরেন্টে দুপুরের খাবার সেরে সন্ধ্যা পর্যন্ত বীচে কাটিয়ে রাতে সুইমিং পুলে সুইমিং সেরে আবারো বীচের পাশে রাতের খাবার খেয়ে রুমে ব্যাক করি। (সত্যি বলতে বীচের পাশে বসে খাওয়াটা অনেক বেশি enjoyable ছিল)।

[Day 1 & 2 এর ঘুরাঘুরির কিছু ছবি এখানেঃ http://bit.ly/2dmlDW2]

Day 3: তৃতীয় দিনে আমরা রওনা দেই বালির বিখ্যাত কিছু Temple এবং আরেকটি কফি ফার্ম দেখার জন্য। তন্মধ্যে Tanah Lot, Bali, Indonesia​ অন্যতম। এর সৌন্দর্য ব্যাখ্যাতীত। পাশাপাশি Black Beach এর হালকা ফ্লেভারও পেয়ে যাবেন এখানে। এসব Temple গুলোর ছবি পাবেন এখানে। আশা করি, ছবিগুলো কথা বলবে। এ কয়েকটি ঘুরতেই আপনার দিন পার হয়ে যাবে।

Day 4: পুরো ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় দিন ছিল এটি। কারণ আমরা যাচ্ছিলাম Marine Walk করতে :D ৯৫ ডলারের এই প্যাকেজে যা যা ছিলঃ

- হোটেল থেকে পিকআপ
- একজন ট্যুর গাইড
- মূল আইল্যান্ড থেকে Lembongan Island​ পর্যন্ত স্পীডবোট রাইড (রীতিমত রোলার কোস্টার রাইড বলতে পারেন)
- আইল্যান্ড এর কাছাকাছি ওদের বোট থেকে Underwater Walking, Snorkeling​, Banana Boat​ Ride, Water slides​ into the sea এই তিনটি জিনিস করানো।
- তারপর বোট থেকে আইল্যান্ডে যাওয়া।
- গাড়ীতে করে আইল্যান্ড ভ্রমণ এবং উপর থেকে প্যানোরমা ভিউ দর্শন।
- দুপুরের বুফ্যে খাবার
- Sea Kayaking​
- Crystal Clear Swimming Pool Activity
- তারপর আবার মূল আইল্যান্ডে নিয়ে আসা
- হোটেল পৌছে দেয়া।

আপনাকে রওনা দিতে হবে সকাল ৭টার মধ্যে এবং একটিভিটিগুলো শেষ করে ব্যাক করতে হবে ২:৩০ এর মধ্যে। Underwater Walk এ আপনার ছবি তুলে দিবে। সেক্ষেত্রে আলাদা খরচ দিতে হবে। আমাদের বেলায় ৫০০ ছবি তুলে দিছে এবং ২ লক্ষ রুপিয়াহ নিয়েছে :|

হোটেলে ফিরে এসে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় কুটা শহর পদভ্রজে ভ্রমণে বের হই।

Day 5: খুব সকালে ঘুম থেকে উঠে পুনরায় বীচে চলে যাই। সমুদ্রস্নান শেষে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই।

[Day 3-5 এর ঘুরাঘুরির কিছু ছবি এখানেঃ http://bit.ly/2dIyJxG]

কেনাকাটা বিষয়ক টিপসঃ
--------------------------------

১। ইন্দোনেশিয়াতে মুদ্রাস্ফীতি বেশী হওয়ায় জিনিসপত্রের দাম একটু বেশি। তাছাড়া ওদের নিজস্ব প্রোডাক্ট কম। তবে, ওদের স্পেশাল প্রোডাক্টের মধ্যে কফিটা অন্যতম। ওটা কিনতে ভুলবেন না বিশেষ করে Luwak & Ginseng কফি। তাছাড়া, ওদের মরিচ ঝালের জন্য বিখ্যাত এবং জাফরান কিনতে পারেন যা খুবই সস্তা। আর এয়ারপোর্টের ডিউটি ফ্রী শপে কিছু স্পেশাল সাবান এবং চাবির রিং পাওয়া যায় কিনতে পারেন।

২। সাধারণ দোকান থেকে কিনলে দামাদামি করে কিনবেন। ওরা যা বলবে তার থেকে ৫০ ভাগ কম দাম বলবেন।

৩। চকলেট এবং সাবানের জন্য আমি বলবো মালয়েশিয়াতে ট্রানজিটকালীন কুয়ালালামপুর এয়ারপোর্টের ডিউটি ফ্রী শপ থেকে কেনার জন্য।

------------------------

এইতো। আশা করি, বিস্তারিত কভার করতে পেরেছি। কোন সংযোজন-বিয়োজন-জিজ্ঞাসা থাকলে মন্তব্যে জানাবেন। উত্তর দেয়ার চেষ্টা করবো।

#Happy_Travelling
ইন্দোনেশিয়া ভ্রমণে কত সহজে ৫ মিনিটে ভিসা পেয়ে গিয়েছিলাম তা নিয়ে ফেবুতে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে অনেকেই ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের বিস্তারিত জানতে চেয়েছিলেন। তাই পোস্টটি লেখছি। আমি To the point লেখার চেষ্টা করবো।

[উল্লেখ্য, আমি কোন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে যায় নি। সম্পূর্ণভাবে গুগল এবং ট্রিপ এডভাইজার এর সাহায্য নিয়ে সবকিছু ব্যবস্থা করেছি]

কিভাবে যাবেনঃ
-----------------

বালি যাওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম Malindo Air​ কে। টিকেট বুক দিয়েছি সরাসরি ওদের ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড এর মাধ্যমে। সাধারণত বালি যাওয়ার জন্য আপনাকে মালয়েশিয়া হয়ে যেতে হবে। প্রথমে ঢাকা টু কুয়ালালামপুর (আনুমানিক ৩ ঘন্টা)। সেখানে ৩/৪ ঘন্টার ট্রানজিট এর পর কুয়ালালামপুর টু বালি (আরো ৩ ঘন্টা)। আমার ফ্লাইট ছিল বাংলাদেশ সময় রাত ১২:৫০ এ। আমি বালিতে পৌছায় দুপুর ১টায় (বালি সময়)।

খরচঃ চেষ্টা করবেন কমপক্ষে ১ মাস আগে বুকিং দিতে। যত আগে কাটবেন তত খরচ কম পড়বে। ভাড়া জনপ্রতি গড়ে ৩০০০০-৩৫০০০ টাকা (রাউন্ড ট্রিপ)

টিপসঃ প্লেনের খরচ, সময় ইত্যাদি বিস্তারিত জানার জন্য skyscanner.net নামক ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্তঃ
--------------------------------

ইন্দোনেশিয়া গত এপ্রিল থেকে বাংলাদেশীদের জন্য চালু করেছে অন-এরাইভাল ভিসা। মানে নামলেই ভিসা। আমার ক্ষেত্রে তাই হয়েছে। নামার পর জিজ্ঞাসা করেছে কত দিন থাকবো। ব্যস, দিয়ে দিল ৩০ দিনের ভিসা মাত্র ৫ মিনিটে।

বাংলাদেশ ইমিগ্রেশনেও খুব বেশি সমস্যা হয় নি। তারা শুধূ রিটার্ন টিকেটের কপি দেখতে চেয়েছে। তবে, ফ্রেশ পাসপোর্ট হলে একটু বেশি প্রশ্ন করতে পারে, আটকানোর কথা না যদি আপনার গতিবিধি খুব বেশি সন্দেহজনক না হয়।

পুরো ট্যুরে আমার কোথাও কোন ডকুমেন্টস লাগে নি। তবে, সতকর্তাস্বরূপ, আমি ২০০ ডলার এনডোর্স করিয়েছি, এনডোর্স সার্টিফিকেট সাথে রেখেছি। এছাড়া, পাসপোর্টের কয়েকটি কপি, এনঅাইডি কপি, কয়েক কপি পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিংয়ের প্রিন্টেড কপি এবং ই-টিকেটের কপি সাথে রেখেছিলাম।

খরচঃ ফ্রী। ভিসার জন্য ওরা কোন ফী নেয় না। ভিসার ছবি এখানেঃ http://bit.ly/2e0Vumb

থাকাঃ
--------------------

বালিতে আমি ১ রাত থেকেছি Ubud​ এলাকায় এবং বাকি ৩ রাত থেকেছি Kuta​ এলাকায়।

উবুদে আমি ছিলাম "Aya's Room" নামক রিসোর্ট এ। বুকিং দিয়েছিলাম booking.com থেকে (http://bit.ly/2ebulrU)। অগ্রীম কোন খরচ দিতে হয় নি। রুম বড় ছিল, এসি করা ছিল, বাথটাব সহ বাথরুম এবং Well-decorated ছিল। সাথে ছিল সকালের ফ্রী নাস্তা দু’জনের জন্য।

খরচঃ ৪ লক্ষ রুপিয়াহ (বাংলাদেশি ১ টাকায় প্রায় ১৬২ রুপিয়াহ)

তারপর কুটাতে আমি ছিলাম Home@36 Condotel নামক হোটেলে। বুকিং দিয়েছিলাম agoda.com থেকে (http://bit.ly/2e7YyuI)। টাকা অগ্রিম পে করতে হয়েছে ক্রেডিট কার্ড দিয়ে। এদের হোটেলটি একেবারে বীচের সাথে। ছবি দেখলেই বুঝবেন। রুম ভালো ছিল, এসি করা ছিল এবং Well-decorated ছিল। সাথে ছিল সকালের ফ্রী ব্যুফে নাস্তা দু’জনের জন্য।

খরচঃ আনুমানিক ২৮-৩০ ডলার প্রতি রাত।

হোটেল রুমের ছবি উপরের লিংকগুলোতেই দ্রষ্টব্য।

খাওয়াঃ
-------------------

যেহেতু সকালের খাওয়া হোটেল থেকে দিয়েছে তাই আমাদের খরচ হয়েছে বাকি দু’বেলা নিয়ে।

উবুদে আমরা খেয়েছিলাম Queens of India নামক ইন্ডিয়ান রেস্টুরেন্ট এ। খরচ হয়েছে মোটামুটি ৬ লক্ষ রুপিয়াহ।

কুটাতে হোটেল সংলগ্ন রেস্টুরেন্টে খেতে পারেন ২০% ছাড়ে। অথবা বাইরেও খেতে পারেন। দু’জনের জন্য প্রতিবেলা খাওয়ায় আপনার মোটামুটি ৪ লক্ষ রুপিয়াহ খরচ হতে পারে।

খাওয়া-দাওয়ার কিছু ছবি এখানে দিলামঃ http://bit.ly/2dmnj1u

যাতায়াত খরচঃ
------------------------------

- এয়ারপোর্টে নেমে যদি আপনি দরদাম না করে আরামে চলে যেতে চান গন্তব্যে, তবে এয়ারপোর্টে ট্যাক্সি সেন্টার আছে। ওদের ভাড়া নির্ধারণ করা থাকে। এয়ারপোর্ট থেকে উবুদ যেতে আমাদের খরচ হয়েছে ৪ লক্ষ রুপিয়াহ (প্রায় দেড় ঘন্টার যাতায়াত)

- সাধারণ যাতায়াতের জন্য Blue Taxi নামক সার্ভিস রয়েছে। এদের নিজস্ব এ্যাপ এবং ওয়েবসাইট (http://www.bluebirdgroup.com) রয়েছে। বুকিং দিলেই চলে আসবে। এদের ভাড়া মিটারে উঠে। তবে মিনিমাম ভাড়া ৩০০০০ রুপিয়াহ।

- এছাড়া, পুরো বালিতেই আপনি মোটর সাইকেল (স্কুটি টাইপ) ভাড়া পাবেন। এগুলো ঘন্টা প্রতি ভাড়া নিতে হয়। প্রতি ঘন্টা ৭০,০০০ থেকে ১ লক্ষ রুপিয়াহ।

- ঘুরাঘুরির জন্য হোটেলের সাথে কথা বলে ১টি ট্যাক্সি সারাদিনের জন্য ভাড়া করে নিবেন। ট্যাক্সিওয়ালাই আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। খরচ পড়বে ৫ লক্ষ থেকে ৬ লক্ষ রুপিয়াহ।

ভ্রমণ ও অন্যান্য খরচঃ
------------------------

- সীম কিনতে আমার খরচ হয়েছে ৩ লক্ষ রুপিয়াহ এর মত (সাথে ৪ জিবি ইন্টারনেট এবং ১০০ মিনিট লোকাল-ইন্টারন্যাশনাল কল)

- Live Volcano Trekking এর জন্য খরচ হবে জনপ্রতি ৫০ ডলার। (বুকিং দিয়েছি এদের মাধ্যমে govoyagin.com)

- Under Water Walking যদি করতে চান তবে জনপ্রতি খরচ গুণতে হবে ৯০-৯৫ ডলার (বুকিং দিয়েছি এদের মাধ্যমে http://www.balitrips.com)

- বিভিন্ন Temple ভিজিটে খরচ হবে সর্বমোট জনপ্রতি আনুমানিক ১-১.৫ লক্ষ রুপিয়াহ।

- ডলার ভাঙালে রেট ভালো দেখে নিবেন। সাধারণত ১ ডলারে রেট দেয় ১২,৬০০ থেকে ১৩,৩৯৯ রুপিয়া পর্যন্ত।

কোথায় কোথায় ঘুরবেনঃ
----------------------------

আমরা যা যা করেছি তা নিচে তুলে দিচ্ছি। জরুরী নয় যে এভা্বেই করতে হবে। তবে আমরা যতটুকু সম্ভব অধিকাংশ জিনিস কভার করার চেষ্টা করেছি।

Day 1: প্রথম দিন ইমিগ্রেশন শেষ করে উবুদে গিয়ে হোটেল উঠে ফ্রেশ হতে হতে বিকাল ৪টা বেজে যায়। আমরা বের হয়ে একটি ইন্ডিয়ান হোটেলে হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়ি। হোটেলের আশেপাশে কিছু মন্দির-দোকান এবং দর্শনীয় স্থান ছিল। সেগুলো পায়ে হেটে ঘুরে ৮টার মধ্যে হোটেলে ফিরে এসে ঘুমিয়ে পড়ি। কারণঃ

Day 2: Live Volcano Trekking এর জন্য আপনাকে নিতে গাড়ি আসবে রাত ২টায়। সেখান থেকে ট্রেকিং শুরু স্পটে যেতে যেতে প্রায় ৩:১৫ বেজে যায়। সেখানে চা-কফি খেয়ে ট্রেকিং শুরু করতে হয়। উদ্দেশ্য উপরে উঠে সূর্যোদয় দেখা :) তারপর হোটেল ওরা পৌছে দিলে সকালের নাস্তা খেয়ে আমরা ১টি টেক্সি দুপুর ৩টা পর্যন্ত ভাড়া করি। টার্গেট হচ্ছে হোটেল একেবারে চেক-আউট করে উবুদের দর্শনীয় স্থানগুলো ঘুরে একেবারে কুটাতে চলে যাওয়া।

এদিনে আমরা প্রথমে যাই, Monkey Forest (চারিদিকে শুধু বানর আর বানর দেখবেন)। সেখান থেকে চলে যাই Rice Field দর্শনে। ভাবছেন, ধানক্ষেত দেখার কি আছে। এটার একটি বিশেষত্ব আছে। ছবির অ্যালবাম দেখলে বুঝে যাবেন। তারপর সেখানে থেকে যাই Bali Purina নামক একটি কৃষি ফার্ম এ। এখানে কফি তৈরি করা হয় এবং আপনাকে ৭ রকমের কফি ফ্রীতে খেতে দিবে :) খাওয়ার পর আপনি চাইলে চলে আসতে পারেন কিংবা বালি স্পেশাল কফিগুলো কিনতে পারেন। তারপর সেখান থেকে আমরা আরো দুটো Temple ভিজিট করে কুটাতে চলে আসি।

এসে হোটেলে চেক-ইন করে হোটেলের বীচ সংলগ্ন রেস্টরেন্টে দুপুরের খাবার সেরে সন্ধ্যা পর্যন্ত বীচে কাটিয়ে রাতে সুইমিং পুলে সুইমিং সেরে আবারো বীচের পাশে রাতের খাবার খেয়ে রুমে ব্যাক করি। (সত্যি বলতে বীচের পাশে বসে খাওয়াটা অনেক বেশি enjoyable ছিল)।

[Day 1 & 2 এর ঘুরাঘুরির কিছু ছবি এখানেঃ http://bit.ly/2dmlDW2]

Day 3: তৃতীয় দিনে আমরা রওনা দেই বালির বিখ্যাত কিছু Temple এবং আরেকটি কফি ফার্ম দেখার জন্য। তন্মধ্যে Tanah Lot, Bali, Indonesia​ অন্যতম। এর সৌন্দর্য ব্যাখ্যাতীত। পাশাপাশি Black Beach এর হালকা ফ্লেভারও পেয়ে যাবেন এখানে। এসব Temple গুলোর ছবি পাবেন এখানে। আশা করি, ছবিগুলো কথা বলবে। এ কয়েকটি ঘুরতেই আপনার দিন পার হয়ে যাবে।

Day 4: পুরো ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় দিন ছিল এটি। কারণ আমরা যাচ্ছিলাম Marine Walk করতে :D ৯৫ ডলারের এই প্যাকেজে যা যা ছিলঃ

- হোটেল থেকে পিকআপ
- একজন ট্যুর গাইড
- মূল আইল্যান্ড থেকে Lembongan Island​ পর্যন্ত স্পীডবোট রাইড (রীতিমত রোলার কোস্টার রাইড বলতে পারেন)
- আইল্যান্ড এর কাছাকাছি ওদের বোট থেকে Underwater Walking, Snorkeling​, Banana Boat​ Ride, Water slides​ into the sea এই তিনটি জিনিস করানো।
- তারপর বোট থেকে আইল্যান্ডে যাওয়া।
- গাড়ীতে করে আইল্যান্ড ভ্রমণ এবং উপর থেকে প্যানোরমা ভিউ দর্শন।
- দুপুরের বুফ্যে খাবার
- Sea Kayaking​
- Crystal Clear Swimming Pool Activity
- তারপর আবার মূল আইল্যান্ডে নিয়ে আসা
- হোটেল পৌছে দেয়া।

আপনাকে রওনা দিতে হবে সকাল ৭টার মধ্যে এবং একটিভিটিগুলো শেষ করে ব্যাক করতে হবে ২:৩০ এর মধ্যে। Underwater Walk এ আপনার ছবি তুলে দিবে। সেক্ষেত্রে আলাদা খরচ দিতে হবে। আমাদের বেলায় ৫০০ ছবি তুলে দিছে এবং ২ লক্ষ রুপিয়াহ নিয়েছে :|

হোটেলে ফিরে এসে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় কুটা শহর পদভ্রজে ভ্রমণে বের হই।

Day 5: খুব সকালে ঘুম থেকে উঠে পুনরায় বীচে চলে যাই। সমুদ্রস্নান শেষে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই।

[Day 3-5 এর ঘুরাঘুরির কিছু ছবি এখানেঃ http://bit.ly/2dIyJxG]

কেনাকাটা বিষয়ক টিপসঃ
--------------------------------

১। ইন্দোনেশিয়াতে মুদ্রাস্ফীতি বেশী হওয়ায় জিনিসপত্রের দাম একটু বেশি। তাছাড়া ওদের নিজস্ব প্রোডাক্ট কম। তবে, ওদের স্পেশাল প্রোডাক্টের মধ্যে কফিটা অন্যতম। ওটা কিনতে ভুলবেন না বিশেষ করে Luwak & Ginseng কফি। তাছাড়া, ওদের মরিচ ঝালের জন্য বিখ্যাত এবং জাফরান কিনতে পারেন যা খুবই সস্তা। আর এয়ারপোর্টের ডিউটি ফ্রী শপে কিছু স্পেশাল সাবান এবং চাবির রিং পাওয়া যায় কিনতে পারেন।

২। সাধারণ দোকান থেকে কিনলে দামাদামি করে কিনবেন। ওরা যা বলবে তার থেকে ৫০ ভাগ কম দাম বলবেন।

৩। চকলেট এবং সাবানের জন্য আমি বলবো মালয়েশিয়াতে ট্রানজিটকালীন কুয়ালালামপুর এয়ারপোর্টের ডিউটি ফ্রী শপ থেকে কেনার জন্য।

------------------------

আমাদের ট্যুরে জনপ্রতি খরচ হয়েছে বাংলাদেশী টাকায় ৬৫০০০ টাকা (তন্মধ্যে বিমান ভাড়া ৩৫০০০ টাকা এবং ওয়াটার একটিভিটি ৮০০০ টাকা)।

এইতো। আশা করি, বিস্তারিত কভার করতে পেরেছি। কোন সংযোজন-বিয়োজন-জিজ্ঞাসা থাকলে মন্তব্যে জানাবেন। উত্তর দেয়ার চেষ্টা করবো।

#Happy_Travelling
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন

সত্যি বলছি, চাইবো না

লিখেছেন নওরিন হোসেন, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮



সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের... ...বাকিটুকু পড়ুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:১০


শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই।... ...বাকিটুকু পড়ুন

শেখস্থান.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

শেখস্থান.....

বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন

×