মূলকথায় যাওয়ার আগে কয়েকটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। কয়েক বছর আগের ঘটনা। দেশের কোন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি হলের টিভি রুমে ঢুকলাম বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর ওয়ানডে ম্যাচটি দেখার জন্য (উল্লেখ্য, সেই সিরিজে নিউজিল্যান্ড বাংলাওয়াশ হয়েছিল)। টিভি রুমে ঢুকে রীতিমত বেকুব হয়ে গেলাম। বেজন্মাগুলা বাংলাদেশের খেলা বাদ দিয়া ভারতের টেস্ট খেলা দেখতাছে। একজন দুইজন হলে কথা, পুরো টিভি রুম ঐ খেলা নিয়ে মেতে আছে। দু’একজন বাংলাদেশের খেলা দেখার অনুরোধ করলে তাদের প্রতি কয়েকজন এমনভাবে তাকালো যেন সে ভারতে বসে ভারতের নাগরিকদের বলছে যে ভারতের খেলাটা বাদ দিয়ে বাংলাদেশের খেলাটা ধরতে।
এবার আসি অন্য ঘটনায়। বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে দেশে কী হচ্ছে তা আমরা কম-বেশি সবাই জানি। এ ব্যাপারে আমি আমার পূর্বের পোস্টে লিখেছিলাম যে, “যে দেশে ডাক্তার, মন্ত্রীরাই নিরাপদ না, সেখানে বাংলাদেশি খেলোয়াড়'রা কিভাবে নিরাপদ হবে? যে দেশের নিরাপত্তা বাহিনী নিরাপত্তাহীন তারা খেলোয়াড়দের কি নিরাপত্তা দিবে? যে দেশটি প্রেসিডেন্সি সিকিউরিটি দিয়ে তারেক বেঁনজির ভূট্টোকে বাঁচাতে পারেনি, যেখানকার আর্মি ও পুলিশের হেডকোয়ার্টারে বোমা হামলা হয়, পোলিও রোগ নির্মূল কর্মীদের যারা মেরে ফেলে, যে দেশে শুধুমাত্র এই ২০১২ সালে বোমা হামলায় মারা গেছে প্রায় ৬০০০ মানুষ। এমন পরিস্থিতিতে আমরা কোন সাহসে, কোন ভরসায়, কিসের লাভের জন্য আমাদের এতগুলো সোনার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি? একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি দিয়ে আমরা কী সফলতা অর্জন করবো? তাদের খেলোয়াড়রা বিপিএল না খেললে আমাদের কী এমন ক্ষতি হবে?? সেই ক্ষতিটি কী সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, নাসির, রাজ্জাক, সোহাগ, শফিউলদের থেকে দাম বেশি? এদের একজনের কিছু হলে পারবেন আপনি এর ক্ষতিপূরণ দিতে? পাকিস্তান পারবে এর ক্ষতিপূরণ দিতে?”
এমতাবস্থায় কোন সুস্থ মস্তিষ্কের সচেতন নাগরিক, একজন খাটি বাংলাদেশী কখনো চাইবে না যে তাদের প্রাণপ্রিয় খেলোয়াড়গুলো ঐ মৃত্যুপুরীতে যাক। এবারও দেখি আরেকদল বেজন্মা হাজির। তেমনি কিছু ছাগুর লেখা এবং মন্তব্য নিচে তুলে ধরলামঃ
সবার আগে এই পোস্টটি পড়েন:
পাকিস্তান ছফর আমাদের প্রানের দাবী
তার লেখাগুলার কিছু লাইন আমি এখানেই তুলে ধরিঃ
"যত যাই বলি আমাদের ক্রিকেট খেলা বিশ্ব মানসন্মত নয়। তাই কোন দেশ আমাদের খেলতে চায় না। তারা সময় নষ্ট মনে করে।"
"পাকিস্তানকে অনেকে শক্র মনে করে। তবু পাকিস্তান আমাদের খেলতে চায়।" এখন কি পাকিস্তানের পা চাটমু নাকি?
সাইদ আজমল, আফ্রিদি ভাইদের সাথে খেলা স্বপ্নের ন্যায় ঘটনা। আমগো সাকিব, তামিম কি ধইঞ্চা???
তাই বলি পাকিস্তান ছফর এখন সময়ের দাবী। মুসলমান মুসলমানের ভাই। ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ হয়। তা ধরে বসে থাকলে দেশের উন্নতি হবে কিভাবে? প্রথম আলর পল বাকশালীদের চখ খুলে দিক। আর কন ভেদাভেদ নয়। সবাই মিলে দলকে পাকিস্তানে পাঠাই ও তাদের জন্য দুআ করি। এডার মন্তব্য আপনাদের উপর ছাড়লাম।
এবার আরো কিছু ছাগুর মন্তব্য একটু তুলে দেইঃ
আমি মনে করি বাংলাদেশের পাকিস্তানে যাওয়া দরকার, তারা ক্রিকেট এ আমাদের অনেক সাহায্য করে! এমনকি বিপিএল ও এত সুন্দর হত না যদি না পাকিস্তানি খেলোয়াড় আমাদের এভাবে সাহায্য না করত, আর এতা তো মাত্র ৩ দিন এর সফর, পাকিস্তান এ তো অনেক দেশ এর মাননীয় বেক্তিরা সফর করতেসে কঠোর নিরাপত্তাই আমি মনে করি বাংলাদেশ কে পাকিস্তান সে রকম নিরাপত্তাই দিবে তাই যাওয়া উচিদ
আমার মনে হয় বাংলাদেশের পাকিস্তানে যাওয়া উচিত। কারন পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটে অনেক সাহায্য করে।
আমার ও মনে হয় বাংলাদেশের পাকিস্তানে যাওয়া উচিত। মার চেয়ে মাসির দরদ বেশি দেখাবেন না । এখানে কাউকে জোর করে পাঠানো হচেছ না
No risk no gain ...we should remember that risk is the reward of profit so we should go there with security ..
I think Bangladesh Team can visit there and gain more experience playing with strong Pakistani Team. They are like our brothers. Each country has its own problems like Bangladesh & India. Pakistan is not the difference. So please consider this tour with good judgement and don't let the palyers stop going there to gain such experience. Our life and death are in the hand of Almighty Allah.
ya we r going pakistan...coz india all time avoit our cricket.thats why we r going pk.also we avoit india...best of luck for our team
পাকিস্তানে মন্ত্রীর অনেক রাজনৈতিক শত্রু আছে। সাকিব তামিমদের কি রাজনৈতিক শত্রু আছে? দুটি ঘটনাকে এক করে দেখা ঠিক হবে না।
এবার বলেন এই বেজন্মাগুলারে নিয়া কি করা উচিত? দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কিন্তু লাভ কী? কিন্তু দেশের মধ্যে এখনো যেসব রাজাকারগুলো রয়ে গিয়েছে এবং জন্ম নিচ্ছে এগুলোর কি হবে? এইসব ভারতের দালাল আর পাকিস্তানের দালালগুলারে নিয়া কি করা উচিত? এইগুলারে ভারতে আর পাকিস্তান কেমনে পাঠানো যায়? আপনারাই বলেন.........আমার মনে যা ছিল তার কিছুটা উগ্রে দিলাম।