একটি কথা লিখবো বলে প্রায়ই ভাবি। আজ লিখছি। আমার বয়স এখন ২৯।রাজনীতি-সমাজ সবকিছু বুঝতে শেখার পর আমার দুই দশকের জীবন এবং এক দশকের সাংবাদিকতা সবকিছু মিলিয়ে আমার একটা উপলব্ধির কথা বলতে চাই। সেটা হলো, গত ৪০ বছরে প্রবাসী বাংলাদেশী-বেসরকারি প্রতিষ্ঠান-ব্যাবসা-বানিজ্য-গণমাধ্যম-সাধারণ মানুষের প্রচেষ্টা সবকিছু অনেক এগিয়েছে। কিন্তু নোংরা রাজনীতি আর ঘুনে ধরা আমলাতন্ত্রই পিছিয়ে রেখেছে বাংলাদেশকে..
কেন এই কথা বলছি? কারণ একটি বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের কর্মীরা তাদের লক্ষ্য সামনে রেখে যে পরিমাণ কাজ করেন, এদেশের কৃষক-সাধারণ মানুষ-ব্যাবসায়ীরা যে পরিমান কাজ করেন সেগুলো খুবই আশার কথা। এদেশের গণমাধ্যম-সংবাদপত্র-টেলিভিশন-নাগরিক সমাজ সবাই এগিয়েছে।
কিন্তু এতো কিছুর পরেও বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন না হওয়ার মূল কারণ এইদেশের আমলাতন্ত্র আর রাজনীতি। এই দেশের সরকারি অফিসগুলোতে সারা মাসে যে কাজ হয় অনেক বেসরকারি ব্যাংক বা বড় বড় প্রতিষ্ঠানে একদিনে তার চেয়ে বেশি কাজ হয়। মাঝে মাঝে সচিবালয়ে গিয়ে আমলাদের কাজের গতি দেখে আমার খুব কষ্ট লাগ। আমি বলছি না সবাই এমন। ব্যাতিক্রম কেউ কেউ আছে। কিন্তু আমি সাধারণ ছবিটার কথাই বললাম। কেবল কাজই নয়, এদশেরে সাধারণ মানুষের সাথে আমলা-পুলিশের আচরণ দেখে চমকে উঠতে হয়। মনে হয় তারা যেন রাজা, আর কৃষক-সাধারণ মানুষ যেন চাকর। ব্রিটিশ আমলের ধ্যান-ধারণা দেখো তারা এখনো বের হতে পারেনি। সবমিলিয়ে এইদেশের আমলাতন্ত্র গত চল্লিশ বছরে কেবলই পিছিয়েছে।
আর এদেশের রাজনীতি আর রাজতন্ত্রের মধ্যে কোন পার্থর্ক্য নেই। এখানে দলগুলোতে চলে মোসাহেবি, নেই গণতন্ত্রের বিন্দুমাত্র চর্চা। এইদেশে গত দুই দশক ধরে গণতন্ত্র মানে ৫ বছর পর একদিন ভোট। আর প্রধান দুই দলের দুই নেত্রীর সম্পর্ক এখনো চুলোচুলির পর্যায়ে। পরষ্পরেরর সাথে তারা কথাও বলেন না, মুখও দেখেন না। আর তাই সমগ্র দেশবাসীর চেষ্টার পরেও বাংলাদেশ এতো পিছিয়ে।
আমি বলছি না এদেশের উন্নয়নে রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের কোন ভূমিকা নেই। নিশ্চয়ই আছে। যতোটাকু উন্নয়ন হয়েছে তাতে তাদেরও ভূমিকা আছে। কিন্তু যতোটা উন্নয়ন হয়নি তার মূল কারণ এই দুই প্রতিষ্ঠান। এদেশের রাজনীতিবিদ আর আমলাতন্ত্রের কাছে তাই আমার অনুরোধ-প্লিজ আপনারা একটু ঠিক হন। এদেশের মানুষ অনেক বদলেছে। তাদের মন-মানসিকতা সব অনেক এগিয়েছে। কিন্তু আপনাদের কোন উন্নতি নেই। তাই রাজনীতিবিদদের কাছে অনুরোধ-সত্যিকারের গণতন্ত্রের চর্চা করুণ। সারা পৃথিবী কই চলে যাচ্ছে আর আমরা কই পড়ে আছি একটু দেখুন...
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০