আগে মনে করা হত কেউ কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ডিগ্রী অর্জন করলে সে শিক্ষিত। যে যত বেশি বা বড় ডিগ্রি অর্জন করতে পারবে সে তত বেশি শিক্ষিত আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জ্ঞান অর্জন করা হয় তাই শিক্ষা । কিন্তু একথাটি কতটুকু গ্রহণযোগ্য ? একজন পড়ালেখা না জানা কৃষক তার জমির ফসল ফলায় । অন্য কৃষকদের নানা পরামর্শ দিয়ে , জ্ঞান দিয়ে সাহায্য করে, সকলের উপকার করে । আবার একজন সরকারী ডাক্তার হাসপাতালে নিজ দ্বায়িত্ব সঠিকভাবে পালন না করে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকে, গরীব রোগীদের সাহায্য করেনা, শুধু টাকা ইনকামের দিকেই তার ধ্যান জ্ঞান । এখন বলূনতো কাকে শিক্ষিত বলবেন ?
আধুনিক শিক্ষা বিজ্ঞানীদের মতে শুধু জ্ঞান বা বিদ্যা অর্জন করার মধ্যেই শিক্ষা অর্জন হয়না । যদি কেউ কোন জ্ঞান বা বিদ্যা অর্জন করে তবে সে তার সে জ্ঞানকে ভাল কাজে ও লাগাতে পারে আবার খারাপ কাজে ও লাগে পারে । শুধু এই জ্ঞান অর্জন করাটাকে শিক্ষা বলা যাবেনা । তখন তাকে বলা হয় শিখন । অর্থাৎ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে আচরনের পরিবর্তনকে শিখন বলা হয় । এই আচরনের পরিবর্তন ভাল বা খারাপ দুদিকেই হতে পারে । তাই শিখন কখনও শিক্ষা হতে পারেনা ।
শিক্ষা বিজ্ঞানীদের মতে, শিক্ষা হচ্ছে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের আলোকে আচরনের কাঙ্খিত, স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন । যেমন - নামাজ পড়ার জন্য সূরা, নিয়ম কানুন সহ যা কিছু দরকার তা জানা হল নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা । আর কেউ এই জ্ঞান অর্জন করার পর নিয়মিত নিয়ম মত নামাজ আদায়ের মাধ্যমে দক্ষতা অর্জন করার ফলে তার মূল্যবোধের পরিবর্তন আসবে । ফলে নামাজ তার চরিত্রে স্থায়ীভাবে পরিবর্তন আনবে এবং কখনও সে নামাজ কে পরিত্যাগ করতে পারবেনা । আর এটাই হচ্ছে শিক্ষা । এভাবে যেকোন বিষয়ের ক্ষেত্রে উদাহরণ দেয়া যায় । শুধু কোন বিষয় ভিত্তিক নয় শিক্ষা যেকোন ভাবে হতে পারে । হতে পারে ব্যাক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে ও রাষ্ট্রীয় ভাবে । আর যার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করি তিনিই হলেন শিক্ষক । শিক্ষক শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ই নয়, শিক্ষক আমাদের মা-বাবা, ভাই-বোন,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেকেই ।
পরিশেষে একটি কথাই বলব শিক্ষক আমাদের পিতামাতা, ভাইবোন, আত্মীয়স্বজন সহ সবাই । তাই শিক্ষকদের কিছু বলা মানে তাদের সবাইকে বলা ।
প্রথম আলো পরিমলের নাম বাদ দিয়ে শিক্ষক শব্দটা ব্যবহার করে শিক্ষকদের অপমান করেছে আমরা কি শিক্ষক শব্দটা বাদ দিয়ে শুধু পরিমলদের নাম ব্যবহার করে শিক্ষক শব্দটার অপব্যবহার কমাতে পারিনা ?
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।