মেঘবালিকার পছন্দেরই কিনছি গোলাপফুল
ফুলের সুভাষ নিক ভাসিয়ে অন্তরালের ভুল।
তার লজ্জামাখা মুখের হাসি, বিষে ভরাট মূল
আজ বালিকা দেখছে আমায় তাহার চক্ষুশূল।
ফুল কিনেছি, ভুল কিনেছি, মূল চিনেছি আজ
আজ বালিকার যাবেই ভেসে সকল চক্ষুলাজ।
আকাশছোঁয়া স্বপ্ন সকল, লুটছে ধুলোর তরে
বালিকা আজ পুড়বেবুঝি অত্থাল প্রেমেরজ্বরে।
প্রেমেরমালা গেঁথে রোজই স্বপ্নে ভাসায় ভেলা
মেঘবালিকা সইবে কি আর দারুন অবহেলা?
হেলায় ফেলায় বেলাই যাবে, বইবে করুণ সুর
মেঘবালিকা পারবে কি আর চিনতে হৃদয়পুর?
হৃদয়পুরের অবুঝ প্রেমিক আজও থাকেছেয়ে
আসবে কখন তাহার বুকে মেঘবালিকা ধেয়ে!
অপেক্ষা তার অপেক্ষাতেই----- পুড়ছে নিরবধি
মেঘবালিকা ভুল বুঝে তার ফিরে আসে যদি।।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭