---------""""""""----এখনও তোমায় ভালবাসি ----""""""------
সেই কবে সরি বলা
তার পর আর অভিমান
ভুলে ফিরে আসা হয়নি তোমার কাছে ।
তোমার আপাত জীবন থেকে সেই কবে মুছে দিয়েছো ।
জানিনা মন থেকে মুছে দিতে পেরেছো কি ?
অনেকবার মনে হয়েছে তুমি কেমন আছো ,?
কিছুতেই আর শেষাবোধি প্রশ্নটা করা হয়ে ওঠেনি ।
মনে হয়েছে মানুষ যা বলতে চাই
তার সামান্য ই প্রকাশ পায় ।
একটা সরি যে হাজার অভিমান, অভিযোগ ,
অনুযোগ আর অনুভূতির কতটা সামান্য প্রকাশ !!
অনেক ভেবেছি তোমাকে
অবশ্য কোন অভিযোগ নেই তোমার প্রতি ।
তুমি যা করেছো ঠিক ই করেছো ।
হয়তো আমিও তোমার জায়গা থাকলে
একই কাজ ই করতাম ।
তুমি ভেবেছিলে হয়তো ভুল করে
তোমার নীল সীমান্তে কোন আগন্তুকের ভুল প্রবেশ !!
হয়তো আমি তখনও ততটা ভাবিনি ।
ভাললাগার নীল সেদিন হতে বেদনার নীলে পরিনত
বিশ্বাসের শুভ্রতা ভালবাসার লাল গোলাপ ও
রং হারিয়ে আজ নীল হয়েছে ।
তোমার প্রত্যাখ্যান আমায় আরো বেশি করে ভাবিয়েছে ।
তারপর অনেক দিন হয়ে গেছে
অনেকবার জানার আবেগ আর আগ্রহটা তীব্র হয়েছে ।
ফের যদি দূর থেকে এইটুকু দেখবার সুযোগ বঞ্চিত হই
তাই আর জানতে চাওয়া হয়নি ।
হয়তো আত্মসম্মানবোধে অনেক কিছু ই করা হয়না
তা বলে জেনো ভালবাসাটা কমে যায়না ।
আত্মসম্মানবোধের সাথে ভালবাসার
বিশেষ দ্বন্দটা না থাকলেও ভালবাসা
প্রকাশের মাধ্যমগুলিতে কোথাও দ্বন্দটা একটু তীব্র বটে ।
তুমি ভাল আছো বিশ্বাস কর
এটুকুতেই আমার যে কতটা
ভাল লাগার , সুখের আনন্দের ।
হয়তো কোনদিন বলা হবেনা
তোমার জানা হবেনা এ সত্য
তবু ভাললাগে ভালবাসি এখনও
ভালবাসি তোমায় .............