তুমি নাই তাতে কি হয়েছে তোমার ভাষা তো আছে
তোমার ভাষা নাই তাতে কি তুমি তো আছো ।
এভাবেই তুমি, তোমার ভাষা ভালোবাসা হয়ে গেছে
এভাবেই আমার সব অনুভূতিতে মিশে বাঁচো ।
আমি একবার চেষ্টা করলাম কিছু বিদেশি মানুষের সাথে কথা বলতে । তাদের ভাষার সাথে মিলতোনা আমার ভাষা । আন্তর্জাতিক ভাষা ব্যবহার করতাম আমরা । তবে খুব দক্ষতা না থাকায় ভুল বোঝাবুঝিও হতো ।
:::আমি ::::::I am not good at spoken English like dumb.
:::সে ::::::Are you dumb mam ??
::আমি ::::::No. But if we can not understand any language then that's like dumb it's an example.
অনুবাদ
::::::::::::: আমি কথ্য ইংরেজিতে ভালনা বোবার মত ।
:::::::::::::: আপনি কি বোবা মেম ??????
:::::::::::::: না । তবে যদি আমরা কোন ভাষা না বুঝি তবে তা বোবার মতই । এটা একটা উদাহরণ ।
এটা আর একটু ভাল বোঝা যায় যদি আমরা কিছু দিন আগে ফিরে যায় যখন বাংলা সফটওয়্যার এতটা এভইলেবল নয় । মোবাইল ফোনগুলো তে বাংলা নাই , কম্পিউটরে যদি বাংলা না থাকে । কেমন অন্ধ আর বুঝতে আর বোঝাতে না পারলে বোবা বোবা লাগে ।
বিলেত ফেরত ছেলের পানির অভাবে মারা যাওয়া গল্পের মত লাগে । ছেলে ওয়াটার চাই মা বোঝেনা ।
অনুভব করার চেষ্টা করতাম ভাষা কতটা গুরুত্বপূর্ন ছিল আমাদের জন্য ।
কি অসামান্য কাজ করে গেছেন ভাষা শহীদগণ । জীবনের মূল্য যদি বেশি হয়ে থাকে তবে তারা কতটা মূল্য দিয়ে গেছেন । আর মূর্খ্যের মত আমরা তার অকৃতজ্ঞতা প্রকাশ করে ফেলি । কোন কিছুর বিনিময়ে এর প্রতিদান হয়না ।
পরম শ্রদ্ধায় অবনত মস্তকে স্মরণ করছি , সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি .....................