যখন কিনা নদীর পানি সব শুকিয়ে যায়
চরের জমিতে গড়ে ওঠা ইটভাটায় কয়লার বদলে পোড়ান হয় মানুষের হাড়
কারখানার বিষপানিতে ছোটে নদীর ধারা
পদ্মার পাড়ে একটা নেড়ি কুকুর পানির জন্য ছটফট করে
হে রাষ্ট্রপিতা, এই সময়ে আপনার ঘুমিয়ে থাকা উচিৎ নয়।
যখন কিনা বাংলার নাগরিকেরা প্রাণ হাতে ছুটে বেড়ায়
ধর্মের নামে মন্দির জ্বালিয়ে দেয়
বেলা বোসদের এই দুঃখের সময়ে
হে রাষ্ট্রপিতা, আপনার ঘুম আমাদের আতঙ্কিত করে।
যখন কিনা পাহাড়ে পাহাড়ে চলে কান্নার রোল
মারমা শিশু বাংলা বোঝেনা বলে ইশকুলে যায় না
সেটেলার আর সেটেলার নীতিতে পাহাড়-জঙ্গল বিলীন
হে রাষ্ট্রপিতা আপনার ঘুম আমাদের অসহায় করে তোলে।
যখন কিনা সরকারি বাহিনী বিরোধী মতের গলা চেপে ধরে
ভেঙে দেওয়া হয় নাগরিকের বাড়ি
গুলি করা হয় তার বুকে
ষড়যন্ত্র আর ষড়যন্ত্র খেলে নটবরের দল
হে রাষ্ট্রের বিবেক, কোমা থেকে বেরিয়ে আসুন
আমরা আপনার অপেক্ষায় আছি
আর ঘুমিয়ে থাকবেন না, প্লিজ।