২০১০ সাল। নয়া চাকরি পাইছি, সারাদিন অফিসের কাজ সেরে রাতে বাসায় ফেরার পর যে সময়টুকু হাতে থাকতো সেটকু কাটানোর জন্য একটা টিভি কেনার জন্য মনস্থির করলাম। বলাবাহুল্য বাজেট খুব সামান্য ছিলো।
একজন পরামর্শ দিলো গুলিস্থান আন্ডারগাউন্ড মার্কেটে কম দামে টিভি পাওয়া যায়। সময় করে গেলাম একদিন। ঘুরতে ঘুরতে একটা টিভি পছন্দ হয়ে হয়ে গেল। ব্রান্ডের যায়গায় স্যামসাং লেখা। দোকানিকে বললাম আপনি কি স্যামসাংয়ের ডিলার ? একগাল হেসে দোকানি বলল "গুলিস্থানের যতগুলা টিভির দোকান দেখতেছেন সব গুলা দোকান পৃথিবীর যত নামিদামী ব্রান্ড আছে তার ডিলার"।
আমি তো পুরাই স্পিকার হয়ে গেছি ক্যামনে কি ? উত্তরটা অবশ্য পেয়ে গেলাম কিছুক্ষনের মধ্যেই।
দোকানদারদের স্টকে সবগুলো ব্রান্ডের মনোগ্রাম আছে।
দোকানি হাসতে হাসতে বলল "মামা টিভি তো কিনলেন ব্রান্ড কি স্যামসাং থাকবো না কি প্যানাসনিক বানায়ে দিব ?"
আপনি বরং আমাকে কয়েকটা মনিগ্রাম দিয়ে দেন মাঝে মাঝে নিজেই পাল্টায়ে নিবো।
১০,০০০ টাকায় কেনা ২১" কালার টেলিভিষনটা সার্ভিস খারাপ দেই নাই।
গত ১০.০৯.২০১৫ খিলক্ষেতের জ্যামে বসে পিক আপ ভর্তি টিভি সেট দেখে পুরনো কথা মনে পড়ে গেল।
ছবি দেখে কেউ আমাকে বলতে পারবেন এই টিভিগুলো কোন ব্রান্ডের।
মোরাল অফ দ্যা স্টোরি-বেশিরভাগ নকল টিভির কার্টনে কোন ব্রান্ডের নাম থাকেনা।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮