এক বন্ধুর অনুরোধ রাখতে গিয়ে "হেই ডে" নামক একটা অনলাইন গেম খেলা স্টার্ট করেছিলাম মাস তিনেক হলো।
কোন ভাবেই আর ছাড়তে পারছি না। এর মাঝে অনেকের সাথে বন্ধুত্ব হয়ে (দেশি বিদেশি) গেছে এই গেমের মাধ্যমে ।
অবাক করার মত বিষয় যে অনেক বাংলাদেশি গ্রুপ এখানে পার্টিসিপেট করছে। অনেকে আবার টাকা খরচ করে গেমসের স্টাফ ডায়মন্ডও কিনছে।
অনলাইন গেইম গুলো যে কোম্পানি গুলো বাজারে ছাড়ে তারা মানুষের সাইকোলজিক্যাল দিক গুলো নিয়ে ব্যাপক গবেষনা করে তার পরে সেটা রিলিজ করে।
একবার খেলতে আরম্ভ করলে আপনি নেশাগ্রস্থ হতে বাধ্য। গেমটা সে ভাবেই তৈরি।
চাকরির ব্যাস্ত সময়ের ফাক ফোকরে, বন্ধুদের আড্ডার মাঝে, খাবার সময় কিংবা অন্য কোন কাজের ফাকে আপনি চেষ্টা করতে থাকবেন গেমস খেলার, যেটা উপস্থিত অন্য সকলের জন্য চরম বিরক্তিকর।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭