ঝুম বৃষ্টির সকালে তোমরা যখন-
প্রিয়তমার ঠোঁটে ঠোঁট মেশাও,
আমরা তখন ক্ষুধায় কাতর।
তাই আমাদের বৃষ্টি প্রেম নেই!
ডুবে গেছে ফসলের ক্ষেত, ধার শোধিনি!
সন্তানের ক্ষুধা নিবারণে ব্যর্থ হয়ে
অপারগতা ঢাকতে কুত্তা,হারামি বলে গালাগাল করি।
ক্ষুধার্ত কুকুরের সাথে সাথে সন্তানেরাও কেঁদে ওঠে!
তাই কুকুর আর আমাদের বিশেষ পার্থক্য নেই!
হয়তো পূর্বজন্মের পাপের ফসল,আমরা নিচুজাত।
ক্ষরায় কপাল পোড়ে আর বৃষ্টিতে প্লাবিত হয়।
ফসল তোলা হলনা,সেখানে কোমর পানি,
পাড়ে বসে কাঁদি আর দেখি উচুজাতের নৌকা ভ্রমন!
ছেড়া কাপড়ের দরুন আমাদের বউদের-
অর্ধম্মক্ত বক্ষ দেখে তোদের কি ঘৃণা!
আমরা তো নিচুজাত, ছোটলোক!
হে বিত্তশালী উদাম বক্ষে তোমাদের ঝি বউকেই মানায়।
ও বিধাতা, এই ছনের ঘরটুকুর সাথেই পারলে?
ভাঙতে পারলেনা রক্তচোষাদের দালান কোঠা?
হুট করে লিখে ফেললাম,আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।