আমি সাধক হয়েছি হ্যা সাধকই তো !
জীবন গেলো সাধনে ঐ কৃষ্ণ হৃদয় ।
দেখে নিস ভুলে যাবো এ অমাবস্যায় ,
সাধনে কি আর পাবো নিজের আশায় ?
আমি গৃহত্যাগী সুখ আশাই নিরাশা ।
সম্বল বলতে আছে সেই ধ্রুব তারা ।
আরাধনা থেমে আছে আরাধ্য জানিনা ।
বিষে বিষে নীল হবো হবি কি আরাধ্য ?
সাধনায় সবকিছু নীল হল আজ
তবুও তোকে পাওয়া হল না আমার ।
হে দেবী বলেছিলি অন্য হৃদয় খোঁজ !
সাধ্য নেই ও চোখ থেকে সরে যাবার ।
আমি পথে আছি সময় করে আসিস !
পোড়া চোখে তোর মুখ, সহেনা দহন ।
অনেক কষ্টে লিখেছি, মুক্ত আলোচনার অনুরোধ রইলো ।
ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন , আশায় থাকলাম ।