উপরের ছবিতে যেই শিশুটিকে দেখছেন তার মা-বাবাকে হত্যা করা হয়েছে। তবু ও স্বাধ মিটে নাই হায়েনাদের। শিশুটির গলায় শিকল পেছিয়ে কুকুরের মত খাবারের প্লেটের উপর ঘুরাচ্ছে আর পৈশাচিক আনন্দে খিলখিল করে হাসছে। শিশুটি আধুনিক বিশ্বের অন্যতম সভ্য ও শান্তিপুর্ন দেশ মায়ানমারের নাগরিক। যার দেশের সর্বোচ্চ প্রধান নেত্রী শান্তিতে নোবেল জয় করেছেন।
আর উপরের দৃশ্যে অংগহারা কলিজার টুকরা সন্তানের নিথর দেহ কোলে নিয়ে যে বাবা ঘুমরে ঘুমরে কাঁদছেন তিনি ও সভ্যপৃথিবীর একজন সদস্য।
তিনি জন্মেছেন ঐতিহাসিক বহু ঘটনার সাক্ষী সিরিয়ার শান্ত ভুমিতে। আধুনিক সভ্যতার শিক্ষক রাশীয়া ও আমেরিকার খেলতামাশায় তার দেশের আজ এই অবস্থা।
পৃথিবীর ক্যামেরায় এমন হাজারো আলোকচিত্র সেভ হচ্ছে প্রতিদিন। আমরা দেখছি আর ওরা দেখানোর সব আয়োজন করছে। আমরা ওদের থেকে অনেক কিছু শিখছি, দেখছি আর সভ্য (!) হচ্ছি।
এতসব দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগে, এরা কিভাবে শান্তিতে নোবেল পায়?
উত্তরে বলা যায়, নোবেল অনেক দামী জিনিস। এই দামী জিনিস পেতে হলে দামী কিছুই করতে হয়। দামী অস্ত্র, দামী বোমা ব্যাবহার না করে কি আর নোবেল পাওয়া যায়!!!!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ দুপুর ২:৩২